, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

সৌদিতে আবারো নিহত তিন বাংলাদেশী

প্রকাশ: ২০১৫-০৭-১১ ২০:৩১:৫৩ || আপডেট: ২০১৫-০৭-১২ ০১:০৫:০৪

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম,সৌদি আরবঃ পরপর দুই দিন সৌদি আরবে দুই দফা সড়ক দুর্ঘটনায় ছয়জন বাংলাদেশি নিহত হলেন। বৃহস্পতিবার রাত ১২টায় (স্থানীয় সময়) প্রথম দফা দুর্ঘটনার পর শুক্রবার রাত ৮টায় (স্থানীয় সময়) দিকে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে।

শুক্রবারের দুর্ঘটনাটি ঘটেছে আল উমাইয়া নামক স্থানে। এতে নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট এলাকার নিজাম উদ্দিন, সিলেটের দিয়াই এলাকার মাসুক মিয়া তালুকদার এবং সিলেটের ফেঞ্জুগঞ্জ এলাকার মওদুদ আহমেদ চৌধুরী।

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা সবাই ওমরা হজ করে নিজ কর্মস্থলে ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি আল উমাইয়া নামক স্থানে পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।

বর্তমানে তাদের মরদেহ আল উমাইয়া থেকে ১৫০ কিলোমিটার দূরে আল খেসারাহ্ হাসপাতালের মর্গে রয়েছে।

এর আগে বৃহস্পতিবারের দুর্ঘটনাটি ঘটে রিয়াদ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দুরে আল মজমাহ্ নামক এলাকায়। ওই ঘটনায় তিন বাংলাদেশিসহ মোট নয়জন প্রবাসী শ্রমিক মারা যান। আহত হন আরো ২০ শ্রমিক। আহতদের মধ্যে তিন বাংলাদেশি শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরটিএমনিউজ২৪ডটকম/এ কে

Logo-orginal