, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

আবুধাবিতে শত শত ভাড়াটিয়া উচ্ছেদ

প্রকাশ: ২০১৫-০৮-০২ ১৮:১৬:৪৫ || আপডেট: ২০১৫-০৮-০২ ১৯:৫৮:২৬

Spread the love

image

নিজস্ব প্রতিবেদক, আরটিএমনিউজ২৪ডটকম,আবুধাবিঃ আগস্ট মাসের শুরুতেই একটি জনাকীর্ণ ব্যাচেলর ফ্ল্যাট আবিস্কার করল আবুধাবি পৌরসভা,

যেখানে আট জন প্রবাসী ব্যাচেলার গাদাগাদি করে এক রুমে বসবাস করছেন ।

অতিরিক্ত ফ্ল্যাট ভাড়া থেকে বাচতে প্রবাসীরা অতিরিক্ত লোক নিয়ে বসবাস করেন । যাহা আরব আমিরাতের আইনের লংগন ।

ঘর ভাড়া ও অন্যন্যা খরচ নিয়ে আরটিএমনিউজ২৪ডটকমের প্রতিবেদকের সাথে কথা হয় বাংলাদেশ ভারত ও পাকিস্থানের বেশ কজন প্রবাসী ব্যবসায়ীর সাথে, তারা বলেন মধ্যেপ্রাচ্যের অন্যন্যা দেশের চেয়ে দুবাইতে ব্যাক্তিগত খরচ বেশী ।

জ্বালানী আর খাদ্য দ্রব্যে আরব আমিরাত সরকারের ভুর্তকি বন্ধ করে দেয়ায় প্রবাসীদের ব্যয় বেড়ে যাওয়ার অন্যতম কারন বলে জানান প্রবাসী ব্যবসায়ীরা ।

গত সপ্তাহে আবুদাবী পৌরসভা কর্তপক্ষ রুমে রুমে তল্লাশী শুরু করায় বিপাকে পড়েছে বিদেশী শ্রমিকরা, সর্তক বার্তা দিয়ে অতিরিক্ত লোকজনকে রুম থেকে সরে যেতে নির্দেশ দিয়েছে কতৃপক্ষ ।

এই পর্যন্ত ফ্যামিলি ও ব্যাচেলারসহ ১৮৩ জনকে উচ্ছেদ করেছে আবুদাবি পৌরসভা । এক রুমে তিন জনের বেশী পাওয়া গেলে জরিমানা গুনতে হচ্ছে ।

সর্তক বার্তা দেয়া হয়েছে প্রায় ৭৫০ জনকে । আইন মানার জন্য আহবান জানানো হচ্ছে সব দেশের প্রবাসীকে ।

বাড়ী ভাড়া নিয়ন্ত্রনে রাখতে আইন করতে যাচ্ছে আরব আমিরাতের কেন্দ্রয়ী সরকার, পৌরসভার পক্ষ হতে বাড়ীর মালিকদের প্রতি ভাড়া কমানোর নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে এক কর্মকর্তা ।

আরটিএমনিউজ২৪ডটকম/ এ কে

এই নিবন্ধটি শেয়ার করুন

Logo-orginal