, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

কপোতাক্ষ ও সাংগুর পানি বিপদসীমার উপরে

প্রকাশ: ২০১৫-০৮-০৩ ১৫:৩৮:২৭ || আপডেট: ২০১৫-০৮-০৩ ১৫:৩৮:২৭

Spread the love

ndi

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা: দেশের নদ-নদীর ২৬ টি স্থানে পানি বৃদ্ধি ও ৫২টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ২টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 
পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

 
ব্রহ্মপুত্র-যমুনা নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। যা আগামী ৯৬ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

 
সুরমা নদীর পানি হ্রাস পাচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। উভয় নদীর পানি আগামী ৪৮ ঘন্টায় হ্রাস পেতে পারে।

 
গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে পদ্মা নদীর পানি হ্রাস পাচ্ছে। ঝিকরগাছায় কপোতাক্ষ ও দোহাজারিতে সাংগুর পানি বিগদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৪৮ ঘন্টায় গঙ্গা নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং পদ্মার পানি স্থিতিশীল থাকতে পারে।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal