, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar Arfat

‘মা সপ্তাহে ৩-৪ দিন রোজা রাখেন আমার জন্য’

প্রকাশ: ২০১৫-০৮-১৩ ১১:৩৩:৫০ || আপডেট: ২০১৫-০৮-১৩ ১১:৩৩:৫০

Spread the love

মাশরাফি-মর্তুজা

আরটিএমনিউজ২৪ডটকম, স্পোর্টস ডেস্ক:  দু’ পা মিলে অস্ত্রোপচার হয়েছে প্রায় আটবার। এরপরও তিনি খেলে যাচ্ছেন। তার উপর তিনি সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক।

ফলে, শুধু খেলে যাওয়াই নয়; তাকে লড়াই করতে হয় সামনে থেকে। বিস্ময় বললেও কম বলা হয় তাকে। কিভাবে পারেন মাশরাফি বিন মুর্তজা?

এর ব্যাখ্যাটা দিলেন মাশরাফি নিজেই। বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সব কিছুই মানুষের দোয়া ও আল্লাহর রহমতে সম্ভব হয়েছে।’

আর এখানে বিশেষ করে মাশরাফির মা ও তার পরিবারের কথা আলাদা করে বলতেই হয়। মাশরাফিও নিজের পরিবারের অবদানের কথা স্বীকার করেন।

বললেন, ‘সব ছেলে মেয়ের জন্যই তাদের বাবা-মা সব সময় দোয়া করেন। আমার বাবা-মা শুধু ক্রিকেটের ক্ষেত্রেই নয়, আমার সব ক্ষেত্রেই উনারা দোয়া করেন। আমার মা তো সপ্তাহে ৩-৪ দিন রোজাও রাখেন আমার জন্য।’ (প্রিয়.কম)

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal