, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

মেঘনা পেট্রোল পাম্পের তেল প্রতারণা, ব্যবস্থাপক আটক

প্রকাশ: ২০১৫-০৮-০৩ ১৮:১২:২৪ || আপডেট: ২০১৫-০৮-০৩ ১৮:১২:২৪

Spread the love

oilpump-thereport24

আরটিএমনিউজ২৪ডটকম , ঢাকা: পরিমাপে জ্বালানি কম দেওয়ায় রাজধানীর শাহবাগের পরীবাগে মেঘনা পেট্রোলিয়ামের একটি পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় পাম্পটির ব্যবস্থাপক মাহবুব নূরকে (৪৮) আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

 

 

ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ, পরিমাপে কম জ্বালানি দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে।

 

 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘পরিবাগের মেঘনা পেট্রোল পাম্পটির বিরুদ্ধে প্রতি লিটারে কম জ্বালানি দেওয়ার অভিযোগ এসেছে। ক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই পাম্পের ম্যানেজারকে তার অফিস থেকে আটক করা হয়েছে।’

 

 

তিনি আরও বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

ক্রেতা রেজাউল ইসলাম  বলেন, ‘বেশ কয়েকদিন আগে পরিবাগের এ পাম্প থেকে এক লিটার তেল নেওয়ার ২-৩ মিনিটের মাথায় বাংলামোটর গিয়ে মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। দেখি মোটরসাইকেলে তেল নেই। পরে পাম্পে এসে ঝগড়া করার পর তারা আমাকে আবারও তেল দেয়। আজও (সোমবার) একই ঘটনা ঘটে।’

 

 

 

রেজাউল করিম আরও বলেন, ‘পরিমাপে কম জ্বালানি দেওয়ার জন্য প্রতিবাদ করার সময় এ রকম আরও কয়েক ভুক্তভোগী আমার সঙ্গে যোগ দেন। পরে আমাদের সঙ্গে পাম্পের কর্মকর্তাদের বাক-বিতণ্ডা হয়। এর পর ওই পাম্প ঘেরাও করা হলে পুলিশ এসে ম্যানেজারকে আটক করে।

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal