, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar Arfat

রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ

প্রকাশ: ২০১৫-০৮-১৬ ১৩:০৬:১৫ || আপডেট: ২০১৫-০৮-১৬ ১৩:০৬:১৫

Spread the love

ধান

 

আরটিএমনিউজ২৪ডটকম, কুড়িগ্রাম:   কুড়িগ্রামের চিলমারী-কাশিম বাজার, গোলাম হাবিব মহিলা কলেজ, সদর থানাহাট বাজারের একমাত্র রাস্তাটি সামান্য বৃষ্টিতে কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় সংস্কারের দাবিতে এবার ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে ব্যবসায়ীমহল ও এলাকাবাসী।

শনিবার আনোয়ার গ্রেরেজ, রবিন হার্ডওয়ারসহ কয়েকটি দোকানের সম্মুখে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী বাবু, আনোয়ার, রবিনসহ পথচারীরা বলেন, সামান্য বৃষ্টিতে এই রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।

এর ফলে ওই রাস্তা মানুষ ও যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে অহরহ দুর্ঘটনাও ঘটেছে। প্রায় ৪/৫ মাস থেকে জলাবদ্ধতায় রয়েছে এই সড়কটি। কিন্তু কেউ নজর দিচ্ছেনা।

কেউ বলছে এটি বাজারের আবার কেউ বলছে এটি এলজিইডি’র রাস্তা। তাদের এই টানাটানির ফলে হাজার হাজার মানুষের দূর্ভোগ চরমে উঠেছে। তারা আরো বলেন পানি ও কাদার দুর্গন্ধে ব্যবসায়ীরাসহ পথচারীরা অতিষ্ঠ হয়ে পড়েছে।

তারা অবিলম্বে এ রাস্তাটি ইউনিয়ন পরিষদ, হাট-বাজার কমিটি ও এলজিইডি’র কর্তৃপক্ষের কাছে সংস্কারের দাবি জানিয়েছেন।

তারা আরও বলেন, অতিদ্রুত রাস্তাটি সংস্কার না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ উপজেলা নির্বাহী প্রকৈশলী মোঃ নজরুল ইসলাম জানান, রাস্তাটি হাট-বাজারের এলজিইডি’র নয় তাই কিছু বলতে পারছিনা।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লাহ বলেন সরেজমিন ঘুরে ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal