, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar Arfat

লন্ডন যাওয়ার আনুষ্ঠানিকতা শেষ খালেদা জিয়ার

প্রকাশ: ২০১৫-০৮-১১ ০৯:৩৩:১৪ || আপডেট: ২০১৫-০৮-১১ ০৯:৩৩:১৪

Spread the love

খালেদা

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা:   চিকিৎসার জন্য লন্ডন যেতে ভিসার আবেদনপত্র জমা দেয়াসহ সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আবেদনপত্র জমা দিতে গুলশানের দুই নম্বরে ‘ভিএফএফ গ্লোবাল’ অফিসে যান তিনি।

সেখানে ছবি তোলা, ফিঙ্গার প্রিন্টসহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি বাসায় ফিরে আসেন। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ সঙ্গে ছিলেন।

এদিকে চিকিৎসার জন্য দুই-একদিনের মধ্যেই তিনি ঢাকা ছাড়তে পারেন বলে দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে আন্তর্জাতিক বিষয়ক আসাদুজ্জামান রিপন জানিয়েছিলেন।

খালেদা জিয়া কোন সমস্যার জন্য চিকিৎসা নেবেন সে বিষয়ে রিপন কিছু না বললেও বিএনপির একাধিক নেতা এ প্রশ্নের উত্তরে চোখের চিকিৎসার কথা বলেছেন।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা ইতোমধ্যে তার চোখের চিকিৎসার কথা বলে জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলার বিচারকের কাছে বিদেশে যাওয়ার অনুমতিও চেয়েছেন।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal