, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

সবচেয়ে ছোট আল কোরআনের সন্ধান মিলল খিৃস্টান পরিবারে

প্রকাশ: ২০১৫-০৮-০৯ ১৫:৫২:০২ || আপডেট: ২০১৫-০৮-০৯ ১৫:৫২:২৭

Spread the love

image
আরটিএমনিউজ২৪ডটকম, ডেস্ক: এক খিৃস্টান ধর্মাবলম্বীর কাছে পৃথিবীর সবচেয়ে ছোট কোরআন শরীফের সন্ধান পাওয়া গেছে।

সংযুক্ত আরব আমিরাতের ওই নাগরিকের কাছে রক্ষিত আল কোরআন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ছোট এবং প্রায় ৪০০ বছরের পুরোনো।

এই কোরআন শরিফটি উচ্চতায় মাত্র ৫ দশমিক ১ এবং প্রস্থে ৮ সেন্টিমিটার। এতে পৃষ্ঠা আছে ৫৫০টি।

কোরআনের ক্ষুদ্রতম এই কপিটি পাওয়া গেছে জেরুজালেমে আল কুদসের কাছে।

পৃথিবীর সবচেয়ে ছোট কোরআনের হেফাজতকারী খ্রিস্টিয় নাগরিকের নাম আমিল ঈসা।

বংশপরম্পরায় কোরআনের ক্ষুদ্রতম কপির মালিক হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা
আরটিএমনিউজ২৪ডটকম/ এ কে

Logo-orginal