, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar Arfat

১ ফুট পানির নিচে রাঙ্গামাটি ঝুলন্ত

প্রকাশ: ২০১৫-০৮-০৫ ১২:৩৮:৪৯ || আপডেট: ২০১৫-০৮-০৫ ১২:৩৮:৪৯

Spread the love

রাঙামাটি

আরটিএমনিউজ২৪ডটকম, রাঙ্গামাটি:   প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় রাঙ্গামাটি পর্যটনকেন্দ্রের ঝুলন্ত সেতু ১ ফুট পানির নিচে তলিয়ে গেছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পর্যটনের ঝুলন্ত সেতুসহ রাঙ্গামাটির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ঝুলন্ত সেতুটি পুরোপুরি পানিতে ডুবে আছে।

তাই পর্যটকদের জন্য এই সেতুর ওপর পারাপার সাময়িক বন্ধ রাখা হয়েছে। দুই পাশে লাল পতাকা দিয়ে সতর্ককতা জারি করা হয়েছে।
তিনি আরো জানান, ঝুলন্ত সেতুটি ডুবে যাওয়ার কারণে টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে।
সেতুটির পাটাতন যেন পানিতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য কাজ করছেন কর্মচারীরা।
এ দিকে পাহাড়ি ঢলের তোড়ে ভেসে আসা কচুরিপানার স্তূপে হ্রদে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal