, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

admin admin

জাতিসংঘ দূতকে রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে সাক্ষাততে বাধা

প্রকাশ: ২০১৫-০৮-০৮ ২০:৩০:৩৮ || আপডেট: ২০১৫-০৮-০৮ ২০:৩০:৩৮

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, ডেস্ক : মিয়ানমার সফররত জাতিসংঘ বিশেষ দূত ইয়াংগি লি-কে রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ করতে বাধা দেয়া হয়েছে ।

মিয়ানমারে জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশটির রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে লি দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি সফর করছেন। আগামী ৮ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি মারাত্মক বাধার অভিযোগ করেন। তিনি বলেন, রাখাইন প্রদেশ সফরের বিষয়ে সরকারের পক্ষ থেকে নানাভাবে বাধা দেয়া হয়েছে। রাখাইন প্রদেশেই বেশিরভাগ রোহিঙ্গা মুসলমান বসবাস করেন।

ইয়াংগি লি বলেন, “আমি হতাশ হয়েছি যে, অনুরোধ করলেও রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ করতে কিংবা সফরে বাধা দেয়া হয়েছে। এমনও হয়েছে যে, নির্ধারিত সফরসূচি কিংবা সাক্ষাৎ অনুষ্ঠান শেষ মুহূর্তে বিনা নোটিশে বাতিল করেছে মিয়ানমার সরকার। এসব কারণে দুঃখজনকভাবে আমি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারি নি।”

লি জানান, মুসলমানরা তাকে বলেছেন যে, তারা মিয়ানমারের নির্বাচনে ভোট দিতে পারেন না। এটি অবশ্যই মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যকে প্রাতিষ্ঠানিকীকরণ হিসেবে বিবেচনা করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

মিয়ানমার বিষয়ক জাতিসংঘের দূত হিসেবে নিয়োগ পাওয়ার পর লি এ নিয়ে তিনবার দেশটি সফর করলেন। এর আগে সর্বশেষ জানুয়ারি মাসে তিনি মিয়ানমার সফর করেন এবং তখন তিনি রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরেছিলেন।

আরটিএমনিউজ২৪ডটকম/ এ কে

Logo-orginal