, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

আরব দেশে ব্যাপক ধূলিঝড় নিহত ৭, আহত কয়েকশ

প্রকাশ: ২০১৫-০৯-০৯ ২০:৫৬:০২ || আপডেট: ২০১৫-০৯-০৯ ২০:৫৬:২৫

Spread the love

maru balu
নিজস্ব প্রতিনিধি, আরটিএমনিউজ২৪ডটকম মধ্যপ্রাচ্যঃ সৌদিআরব, সিরিয়া, জর্দানসহ বেশ কয়েকটি দেশে প্রচণ্ড বেগে ধূলিঝড়ের প্রায় ৭ জন নিহত, শত শত মানুষ ভর্তি হয়েছে হাসপাতালে ।

আরব দেশের পশ্চিমাঞ্চলজুড়ে প্রচণ্ড বেগে ধূলিঝড়ের আঘাতেে এইসব ব্যক্তি নিহত হয়েছে।

এমন সংবাদ দিয়ে লিড নিউজ করেছে রেডিও তেহরান, আরব নিউজ, গালফ নিউজসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু পত্রিকা ।
image
জানা গেছে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সাধারণভাবে মৌসুমের এ সময়ে মধ্যপ্রাচ্যে ধূলিঝড় হয় না। তা সত্ত্বেও সোমবার থেকে সিরিয়ায় শুরু হয়েছে এ ধূলিঝড়। পরে মিশর, অধিকৃত ফিলিস্তিন, জর্দান, ইরাক, তুরস্ক ও সাইপ্রাসের অংশবিশেষে তা আঘাত হেনেছে।

ধূলিঝড়ে আকাশ ঢেকে যাওয়ায় সিরিয় সরকার গতকাল তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। দেশটিতে দুই শিশুসহ অন্তত ছয় ব্যক্তি শ্বাস সমস্যায় মারা গেছেন। অক্সিজেনের ঘাটতি দেখা দেয়ায় সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর এজরের মায়াদিন শহরের অনেক হাসপাতাল রোগী ভর্তি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
image
এদিকে, লেবাননের স্বাস্থ্য দফতর বলেছে, ধূলিঝড়ে দেশটিতে অন্তত দুই নারী মারা গেছে। এ ছাড়া শ্বাসকষ্টজনিত কারণে সাড়ে সাতশ ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাশূন্য থেকে নেয়া ছবিতে দেখা গেছে, এ ধূলিঝড়ে সবচেয়ে কষ্টে পড়েছেন লেবাননে আশ্রয় গ্রহণকারী হাজার হাজার সিরিয় শরণার্থী। এ সব হতভাগ্য ব্যক্তি ভাঙাচোরা শিবিরগুলোর মানবেতর পরিবেশে বসবাস করতে বাধ্য হচ্ছে।

এ ছাড়া, সাইপ্রাসে এ পর্যন্ত ১০ ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। ভূমধ্যসাগরীয় দ্বীপদেশটির কর্তৃপক্ষ স্বাস্থ্য হুঁশিয়ারি জারি করেছে। এতে বলা হয়েছে, বাতাসে স্বাভাবিক অবস্থার চেয়ে অনেকগুণ বেশি ধূলিকণা রয়েছে। মানুষদের যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শও দেয়া হয়েছে।

এ ধূলিঝড় এরই মধ্যে মিশরের রাজধানী কায়রোয় আঘাত হেনেছে এবং নগরীর আকাশ ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে ।

আরটিএমনিউজ২৪ডটকম/একে

Logo-orginal