, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

কুয়েতে বোমা হামলার ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড

প্রকাশ: ২০১৫-০৯-১৫ ১৩:২১:৪৯ || আপডেট: ২০১৫-০৯-১৫ ১৪:৩৬:৫৬

Spread the love

kuwait_649141228

নিজস্ব প্রতিনিধি,আরটিএমনিউজ২৪ডটকম কুয়েতে: কুয়েতে গত জুনে একটি শিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

মঙ্গলবার এ রায় দেওয়া হয়।

বিশেষ বিচারক মোহাম্মদ আল দুইজের নেতৃত্বাধীন আদালত এই রায় ঘোষণা করে ।

মুল আসামী ফাহাদ আল খুবাহ, গাড়ী চালক আবদুর রহমান ইদেনসহ মোট সাতজনকে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয় ।

গত ২৬শে জুন পবিত্র রমযান মাসে ভয়াবহ বোমা হামলার পর, গত ৪ঠা আগষ্ট কুয়েত পাবলিক প্রসিকিউটর আদালতে অভিযোগ দাখিল করেন ।

আদালত ৭ কার্যদিবস শেষে চুড়ান্ত রায় ঘোষণা করে ।

অভিযুক্ত ৭ কুয়েতি, ৫ সৌদি, ৩ পাকিস্থানী ও ১১ বেদুইনকে আজ মংগলবার বিশেষ আদালতে হাজির করা হয় ।

রায় ঘোষণা করা হলেও বিস্তারিত তথ্য পেতে কিছু সময় লাগবে বলে জানিয়েছে সহকারী সরকারী উকিল!

অন্যদিকে, কুয়েতের বহুল প্রচারিত আল শাহেদ পত্রিকা জানিয়েছেন, বাকী আসামীদের কাকে কি শাস্তি দেয়া হয়েছে, তাহা রায়ের কপি না পাওয়া পর্যন্ত বলা যাবেনা ।
image
চলতি বছর ২৬ জুন কুয়েতে ওই আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটে। হামলার কিছু পরই ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে নেয়। একই দিন ফ্রান্স, তিউনিসিয়া ও সোমালিয়ায়ও বোমা হামলার ঘটনা ঘটে।

উল্লেখ্য, কুয়েতের ইতিহাসে ভয়াবহ এই বোমা হামলায় ২৭ জন নিহত ও ২২৮ জন আহত হয়েছিলেন ।

আরটিএমনিউজ২৪ডটকম/ এন এ কে

Logo-orginal