, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতির মৃত্যু চিকিৎসায় ত্রুটি, পালিয়ে গেল মিশরিয় ডাক্তার

প্রকাশ: ২০১৫-০৯-০১ ১৯:৫১:২৬ || আপডেট: ২০১৫-০৯-০১ ২০:৫৪:০৩

Spread the love

image
নিজস্ব প্রতিনিধি, আরটিএমনিউজ২৪ডটকম কুয়েতঃ কুয়েতের আল জাহারা হাসপাতালে ভুল চিকিৎসা প্রদানকারী মিশরিয় ডাক্তার গতকাল কুয়েত থেকে পালিয়ে গেছে ।
গত সপ্তাহে জাহারা হাসপাতালে মারা যান সউদ আল আজমী নামের একজন কুয়েতি নাগরিক । ভুল চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগ আনেন আজমীর পরিবার, তোলপাড় শুরু হয় পুরো কুয়েত জুড়ে, ঘটনা গড়ায় কুয়েত সংসদে, তোপের মুখে পড়ে স্বাস্থ্য মন্ত্রী আলী আল ওবাইদা, গঠিত হয় তদন্ত কমিটি ।
তদন্ত চলাকালে গতকাল রবিবার অভিযুক্ত ডাক্তার পালিয়ে গেলে সংসদে আবারও তোপের মুখে পড়েন স্বাস্থ্য মন্ত্রী ।
saud azmi(ফটোঃ সঊদ আল আযমী)
কুয়েতি সংসদ সদস্য মোহাম্মদ তানা ডাক্তার পালিয়ে যাওয়ার ঘটনায় স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ চেয়েছেন ।

তবে মন্ত্রী তড়িৎ পদক্ষেপ নিয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

এইদিকে তদন্ত কমিটি জাহারা হাসপালের ৫ ডাক্তারকে অভিযুক্ত করে তাদেরকে কমিটির সামনে হাজির হতে বলে, চারজন ডাক্তার হাজির হলেও বাকি ১ জন ডাক্তার পলাতক বলে জানায় হাসপাতাল কতৃপক্ষ ।

কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুত্রে প্রকাশ, পলাতক মিশরিয় ডাক্তার গতকাল রবিবার কুয়েত ত্যাগ করেছে ।

আরবী পত্রিকা আল সিয়াছা সুত্রে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রানালয় জানিয়েছ, পলাতক ডাক্তারের বিরুদ্ধে ইন্টারপুলে গ্রেপ্তারী পরওনা জারী করা হবে ।

উল্লেখ্য, কুয়েতে ভুল চিকিৎসায় রুগির মৃত্যুর রের্কড খুবই সামান্য ।

আরটিএমনিউজ২৪ডটকম/ একে

Logo-orginal