, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

ধানমন্ডি ২৭ নম্বরে সড়ক অবরোধ করেছে ড্যাফোডিলের শিক্ষার্থীরা

প্রকাশ: ২০১৫-০৯-১৩ ১১:৪৯:৪৭ || আপডেট: ২০১৫-০৯-১৩ ১১:৫০:১২

Spread the love

1442079957_p-6

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর ২৭ নম্বরে সড়ক অবরোধ করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে নিউ মার্কেট-মিরপুর রোডের উভয়পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর সোবহান থেকে শুক্রবাদ পর্যন্ত মানববন্ধন করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তারা একটি মিছিল সহকারে ২৭ নম্বর এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে।

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রমনা জোনের এডিসি জসিম উদ্দিন বলেন, ‘ছাত্রদের আন্দোলনে বাধা দেয়ার কোন পরিকল্পনা নেই, তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে।’

চলমান ছাত্র ধর্মঘটের মধ্যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাটবিরোধী এ আন্দোলন শুরু করেছে।

এর আগে গত বুধবার ভ্যাটবিরোধী আন্দোলন শুরু করে ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা। পরে তা রাজধানীরসহ চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে।

 

আরটিএমনিউজ২৪ডটকম/ জেড এইচ

Logo-orginal