, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

মক্কার মসজিদে আল হারামে মৃতের সংখ্যা বেড়ে ১০৭

প্রকাশ: ২০১৫-০৯-১২ ০৮:২৬:২৫ || আপডেট: ২০১৫-০৯-১২ ০৯:৫৭:১২

Spread the love

3
makkah crane 1
নিজস্ব প্রতিনিধি, আরটিএমনিউজ২৪ডটকম মক্কাঃ মক্কার মসজিদে আল হেরেমে মৃতের সংখ্যা বেড়ে ১০৭ দাড়িয়েছে ।

মক্কার মসজিদ আল-হারাম-এ একটি বড় ক্রেন ভেঙ্গে পড়ার ঘটনায় ১০৭জন নিহত ও
২৩৮জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সৌদি আরবের কর্তৃপক্ষ ।

দুর্ঘটনার কারণ সম্পর্কে অনুসন্ধানে শক্তিশালী তদন্ত সংস্থা গঠিত হয়েছে বলে গণমাধ্যামকে জানিয়েছেন মক্কার গভর্ণর প্রিন্স ফয়সাল আল খালেদ ।

হেরেম শরীফে কর্মরত সিভিল সার্ভিসের একজন কর্মকর্তার টুইট বার্তা থেকে এই পর্যন্ত ১০৭ জন নিহত ও ২৩৮ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ।
makkah trezdy 2
প্রকাশিত সব ভিডিও ও ছবিতে স্পষ্ট দেখা যায় কিভাবে ক্রেন ভেঙ্গে পড়েছে এবং ঘটনার সময় মক্কায় প্রচণ্ড বৃষ্টি বাতাস হচ্ছিল ।

ঘটনার সময় হেরেম শরীফে উপস্থিত এক মিশরীয় হাজী জানান, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ক্রেনের লাইট গুলো বন্ধ হয়ে যায় এবং বিকট শব্দ করে নীচে পড়তে থাকে, হেরেমে থাকা লক্ষ লক্ষ হাজীরা দিক – বিদিক ছুটাছুটি এবং হতবম্ব হয়ে পড়ে ।

এইদিকে সৌদিতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদুত গোলাম মসীহ জানিয়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী ৪০জন বাংলাদেশী আহত হওয়ার খবর পাওয়া গেছে ।

তিনি জানিয়েছেন এই দুর্ঘটনায় কোনও বাংলাদেশী নিহত হবার খবর পাওয়া যায়নি।

নিহত হাজীরা কোন দেশের নাগরিক সৌদি কতৃপক্ষ এখনো তা নিশ্চিত করেনি ।

এছাড়া আহতদের মধ্যে পাকিস্থান, ভারত, শ্রিলংকা, মালেশিয়া, ইন্দোনেশিয়া, তুর্কী ও মিশরের নাগরিক রয়েছে ।

এদিকে সৌদি আরবে ক্রেন ভেঙ্গে অর্ধশতাধিক হাজি হতাহতের ঘটনায় বাংলাদেশের মানুষ চরম দুঃশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছেন। হতাহতদের মধ্যে কেউ বাংলাদেশি রয়েছেন কি-না তা জানতে পরিবারের লোকজন সৌদিতে টেলিফোন ও মোবাইল করে যোগাযোগ করছেন।

কিন্ত কেউ কোন খোঁজ-খবর না পেয়ে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের সর্বশেষ খবর জানতে চাইছেন। তবে কেউ নিশ্চিত করে কোনো তথ্য না পেয়ে উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন।

বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৭৯ হাজার হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

তবে ধারনা করা হচ্ছে নিহতদের অধিকাংশ নাগরিক এশিয়া অঞ্চলের দেশ সমূহের ।

আরটিএমনিউজ২৪ডটকম/ একে

Logo-orginal