, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

মক্কা দুর্ঘটনায় ইরান হারালো এক বিজ্ঞানী্কে

প্রকাশ: ২০১৫-০৯-১৫ ১০:১১:৩০ || আপডেট: ২০১৫-০৯-১৫ ১০:১১:৩০

Spread the love

irani mohakash biggani
আরটিএমনিউজ২৪ডটকম মধ্যপ্রাচ্য : সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদুল হারামে ক্রেন ভেঙে যেসব ইরানি হাজী নিহত হয়েছেন তার মধ্যে একজন মহাকাশ ইরানের বিজ্ঞানী রয়েছেন। ইরানের ফার্স নিউজ এ খবর দিয়েছে।

ইরানের যোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মাহমুদ ওয়ায়েজি সোমবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মক্কায় যে আটজন ইরানি হাজী নিহত হয়েছেন তার মধ্যে রয়েছেন ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের বোর্ড মেম্বার অধ্যাপক ড. আহমাদ হাতামি। তার মৃত্যুতে মন্ত্রী মাহমুদ ওয়ায়েজি গভীর দুঃখ প্রকাশ করেন এবং তার পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ইরানের হাই কাউন্সিল অব কালচারাল রেভ্যুলেশনও ড. হাতামির মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং শোক জানিয়েছে বিবৃতি দিয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় প্রবল ঝড় ও বজ্রপাতের মধ্যে মসজিদুল হারামের ছাদে ক্রেন ভেঙে পড়লে অন্তত ১০৭ জন হাজী নিহত ও ২৩৮ জন আহত হন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী, প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং স্পিকার ড. লারিজানিসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

আরটিএমনিউজ২৪ডটকম/ একে

Logo-orginal