, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar Arfat

সতর্কবার্তায় বিস্মিত প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৫-০৯-৩০ ১২:০৭:০৯ || আপডেট: ২০১৫-০৯-৩০ ১২:০৮:৩৮

Spread the love

57835_144

আরটিএমনিউজ২৪ডটকমনিউইয়র্ক : জঙ্গি হামলার তথ্য থাকার কথা বলে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের নাগরিকদের সতর্ক করায় বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী বলেছেন, “এই নিউইয়র্ক শহরেও আওয়ামী লীগ নেতা নজমুলকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাই বলে কি এই সিটিতে রেড অ্যালার্ট জারি করেছিল?”

ঢাকার কূটনীতিক পাড়া গুলশানে ইতালীয় নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যার ঘটনা ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “বাংলাদেশই শুধু নয়, এখন বিশ্বব্যাপী এমন সন্ত্রস্ত পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে বিশ্বাস করি। আমরা কোনো জঙ্গিবাদে বিশ্বাস করি না।”

যুক্তরাষ্ট্র সফরের ব্যস্ত সূচির মধ্যে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে আসেন প্রধানমন্ত্রী। সেখানে তাবেলা হত্যাকান্ড, জঙ্গিবাদের শঙ্কা, বাংলাদেশের রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal