, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

সিরিয়ায় ৫৬ জন সরকারি সৈন্যকে হত্যা করলো বিদ্রোহীরা

প্রকাশ: ২০১৫-০৯-১৯ ২০:০০:১১ || আপডেট: ২০১৫-০৯-১৯ ২০:০০:১১

Spread the love

syria army
আরটিএমনিউজ২৪ডটকম অনলাইন ডেস্কঃ সিরিয়ার ইদলিব থেকে পাওয়া খবরে জানা গেছে, প্রধানত ইসলামপন্থী বিদ্রোহীদের একটি জোট তাদের হাতে ধরা পড়া ৫৬ জন সরকারি সৈন্যকে একসাথে হত্যা করেছে।

আল-কায়েদাসংশ্লিষ্ট বিদ্রোহী সংগঠন নুসরা ফ্রন্ট এই জোটের সদস্য বলে জানা যায়।
তাদের হাতে ইদলিবের সবশেষ সরকারি-নিয়ন্ত্রণাধীন ঘাঁটিটির পতনের পর ওই সৈন্যরা ধরা পড়ে।
এরপর কয়েকদিন আগে আবু আল-দুহুর বিমানঘাঁটিতে গুলি করে তাদের ‘গণ-মৃত্যুদন্ড’ কার্যকর করা হয়।
একটি সিরীয় মানবাধিকার সংগঠন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

‘আর্মি অব কংকোয়েস্ট’ নামের এই বিদ্রোহী জোট দু বছর ধরে বিমানঘাঁটিটি অবরোধ করে রাখার পর শেষ পর্যন্ত তা দখলে নিতে সক্ষম হয়।

এটাই ছিল ইদলিব প্রদেশে সরকারের নিয়ন্ত্রণাধীন শেষ ঘাঁটি।
এর ফলে ইদলিব প্রদেশের প্রায় পুরো এলাকাই এখন এই বিদ্রোহী-জোটের নিয়ন্ত্রণে চলে গেল।

বিবিসি/আরটিএমনিউজ২৪ডটকম/ একে

Logo-orginal