, বুধবার, ৮ মে ২০২৪

Avatar n_carcellar1957

‘১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে হতে পারে না’

প্রকাশ: ২০১৫-০৯-১৯ ১৮:৪৭:৩৮ || আপডেট: ২০১৫-০৯-১৯ ১৮:৪৮:৫৮

Spread the love

healty

আরটিএমনিউজ২৪ডটকম,ঢাকা:স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ১৮ বছরের কমবয়সী মেয়ে শিশুর বিয়েকে উৎসাহিত করবে এমন কোনো শর্ত বাল্যবিয়ে নিরোধ আইনে থাকবে না। তিনি বলেন, স্বাস্থ্যগত বা অন্য যে কারণই হোক না কেন ১৮ বছরের নিচে বিয়ে হতে পারে না। বাল্য বিয়ে প্রতিরোধ নয়, এটি বন্ধ করতে হবে।

রাজধানীর কারওয়ান বাজারে ‘প্রথম আলো’ পত্রিকার কার্যালয়ে আজ শনিবার সকালে ‘বাল্যবিবাহ রোধে দ্রুত আইন পাস ও বাস্তবায়ন চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

বাল্য বিয়ে নিরোধ আইনে আসলে কি থাকছে, সে বিষয়ে সরকারের দায়িত্বশীল এই মন্ত্রী পরিষ্কার ধারণা দেন। তিনি বলেন, ‘আইনে কোনো তবে-টবে থাকবে না। একটা সুযোগ দেওয়া হলে ওই ধরনের লোকেরা সুযোগ নেবে। এ ধরনের সুযোগ আইনে থাকবে না। স্বাস্থ্যগত কারণে ১৮র নিচে বিয়ে হতে পারে না।’ তিনি বলেন, বাল্য বিয়ের পক্ষে গণভোট হলে ১০ শতাংশ ভোটও পড়বে না।

বিশ্বে বাল্যবিয়ে প্রবণ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। ‘বাল্য বিয়ে নিরোধ আইন’ নামে দেশে যে আইনটি আছে তা পাস হয় ১৯২৯ সালে। সরকার আইনটিকে যুগোপযোগী করতে নতুন করে একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। গত বছরের ১৫ সেপ্টেম্বর এই আইনের খসড়া মন্ত্রিপরিষদ অনুমোদন করে। প্রস্তাবিত আইনের খসড়ায় বিয়ের বয়স ১৮ই থাকছে। তবে ‘যুক্তিসংগত কারণে’ ১৮ বছরের পরিবতের ১৬ বছরে বিয়ে দেওয়া যেতে পারে এমন একটি অংশ জুড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে শু​রুতেই বিতর্ক তৈরি হয়। অবশ্য খসড়াটি এখনো চূড়ান্ত করা হয়নি।

আরটিএমনিউজ২৪ডটকম/ এন এ কে

Logo-orginal