, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

জামায়াতের হরতালেও চট্টগ্রামের জনজীবন স্বাভাবিক

প্রকাশ: ২০১৫-১১-১৯ ১১:২১:০৭ || আপডেট: ২০১৫-১১-১৯ ১১:২৪:০৮

Spread the love

hortal

চট্টগ্রাম:জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ডাকা দেশব্যাপী হরতাল ঢিলেঢালাভাবে চলছে।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারিতে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বন্দরনগরী চট্টগ্রামে মাঠে নেই দলটির নেতাকর্মীরা। দু’এক জায়গায় বিচ্ছিন্নভাবে মিছিলের চেষ্টা করা হলেও, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।

কিছু কিছু দুরপাল্লার গাড়ি ছাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী, দক্ষিণাঞ্চলের বহদ্দারহাট বাস টার্মিনাল ও উত্তরাঞ্চলের অক্সিজেন বাস টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল প্রায় স্বাভাবিক আছে। ট্রেন চলাচলও স্বাভাবিক। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা একেবারেই কম।

বৃহস্পতিবার সকালে সরজমিনে নগরীর ব্যস্ততম এলাকা নিউমার্কেট, দেওয়ানহাট, টাইগার পাস, ওয়াসা মোড়, জিইসি মোড়, দুই নম্বর গেইট, মুরাদপুর, বহদ্দারহাট, অক্সিজেন এলাকা ঘুরে হরতালের এই চিত্র দেখা গেছে।

ভোরের দিকে নগরীর বায়েজিদ, চান্দঁগাও ও কোতোয়ালি এলাকায় বিচ্ছিন্নভাবে মিছিলের চেষ্টা করেছে ছাত্রশিবির। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারিতে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ ছাড়া নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তল্লাশিসহ নানা তৎপরতায় বের হতে পারছে না দলটির নেতাকর্মীরা।

বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে নাশকতার মামলায় অভিযুক্ত জামায়াত-শিবিরের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে আগামীকালের পোস্টাল অপারেটর পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি  নিশ্চিত করেছে বাংলাদেশ ডাক বিভাগের পূর্বাঞ্চল কার্যালয় সূত্র। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে।

এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ১ম বর্ষ বিপিআই সম্মান কোর্সের ব্যবহারিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

আরটিএমনিউজ২৪ডটকম/ এন এ কে

Logo-orginal