, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar Ziaul Hoque

অপরাধ দমনে চট্টগ্রামে হোন্ডা টহল

প্রকাশ: ২০১৫-১২-০৯ ১৮:০০:০৩ || আপডেট: ২০১৫-১২-০৯ ১৮:০০:৫৪

Spread the love

অপরাধ দমনে চট্টগ্রামে হোন্ডা টহল

আরটিএমনিউজ২৪ডটকম, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর অপরাধ দমনে সিসিটিভি স্থাপনের পর এবার প্রত্যেক থানার ওসির নেতৃত্বে হোন্ডা টহল ব্যবস্থা চালু করতে যাচ্ছে সিএমপি। সাপ্তাহিক কমপক্ষে দুই দিন প্রত্যেক থানার ওসির নেতৃত্বে থানার অফিসারদের নিয়ে এলাকাভিত্তিক হোন্ডা টহল দেয়া হবে।

বুধবার সকালে সিএমপির মাসিক অপরাধ বিষয়ক সভায় নগরীর সাম্প্রতিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে আরো জোরদার করতে সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল এ নির্দেশ দেন।

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘নগরীর অপরাধ দমনে বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়ার পর এবার অলিতে গলিতে সংঘটিত অপরাধ দমনে প্রত্যেক থানার ওসির নেতৃত্বে এলাকাভিত্তিক হোন্ডা টহল দেয়া হবে। সপ্তাহে কমপক্ষে দুই দিন নিজ নিজ এলাকায় হোন্ডায় করে থানার সকল অফিসারদের নিয়ে এ টহল দিতে বলা হয়েছে। কমিশনার স্যার মাসিক অপরাধ বিষয়ক সভায় এ নির্দেশ দিয়ে বলেছেন, থানার ওসিরা যাতে হোন্ডা চালানোটা দ্রুত শিখে নেন। চলতি মাসের মধ্যেই প্রত্যেক থানায় এ কার্যক্রম শুরু করার জন্য বলা হয়েছে।’

দেবদাস ভট্টাচার্য আরো বলেন, ‘এছাড়া গত মাসে অপরাধ দমনে পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করা হয়। এই ধারাবাহিকতা ধরে রাখার ওপরগুরুত্বারোপ করা হয়েছে। চলমান সিসিটিভি স্থাপন ও হিজড়াদের পুনর্বাসনের বিষয়টি আরো দ্রুততার সাথে নিষ্পত্তি করতে সকল ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।’

বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘সাধারণ জিপে করে আমরা (ওসিরা) এবং এসআইরা টহল দিলেও অলিতে গলিতে অনেক সময় যাওয়া যায়না। এখন কমিশনার স্যারের এই নির্দেশের ফলে এখন অলিতে গলিতে সংঘটিত অপরাধও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। গলির অপারাধীরা আতঙ্কে থাকবে কোন সময় পুলিশ আসছে এই ভয়ে। এরফলে পুরো এলাকার অপরাধ অনেকাংশে কমে আসবে।’

সিএমপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক)  একেএম শহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) দেবদাস ভট্টাচার্য, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মাসুদ-উল-হাসান, উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর-দক্ষিণ) কুসুম দেওয়ান, উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর)  সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) সঞ্চয় কুমার কুন্ডু, উপ-পুলিশ কমিশনার (ডিবি বন্দর-পশ্চিম) মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (এমটি ও সরবরাহ) হাসান মোহাম্মদ শওকত আলীসহ  সকল অতি. উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ১৬ থানার অপিসার ইনচার্জগণ।

উক্ত সভায় নভেম্বর মাসে সিএমপির সেরা অফিসার হিসেবে ৫৯ পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।

 

আরটিএমনিউজ২৪ডটকম/জেড এইচ

Logo-orginal