, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar Ziaul Hoque

দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ শুরু

প্রকাশ: ২০১৫-১২-২৪ ১৮:২৮:২০ || আপডেট: ২০১৫-১২-২৪ ১৮:৩১:০৫

Spread the love

football

আরটিএমনিউজ২৪ডটকম, ক্রীড়া ডেস্কঃ আজ শুরু হচ্ছে বাংলাদেশের সাফ ফুটবল মিশন। প্রতিপক্ষ আফগানিস্তান, সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে যাদের কাছে আজও হারার কোনো রেকর্ড নেই বাংলাদেশের। তাই প্রথম ম্যাচেই ভালো করার ব্যাপারে আত্মপ্রত্যয়ী মামুনুলরা।

দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান। এবারের আসরে আজ প্রথম ম্যাচে লড়াইয়ে তাদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় মামুনুলদের বিরুদ্ধে ভারতের ত্রিভানদ্রুম আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নামবে দলটি। আর টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে এ ম্যাচটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বললেন আফগান কোচ পিটার সিগরেট।

টুর্নামেন্টে দলের সম্ভাবনা নিয়ে ত্রিভানদ্রুমের হোটেল ভিভান্তায় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। সে অনুযায়ী অনুশীলনও করেছি। অন্য প্রতিপক্ষদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, তবে এবার আমরা আমাদের সেরা খেলাটাই দেখাতে চাই।’

তিনি বলেন, ‘তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

আরটিএমনিউজ২৪ডটকম/জেড এইচ

Logo-orginal