, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

Avatar nu ajad

ভোটের মাঠে সৌদী নারীরা

প্রকাশ: ২০১৫-১২-১২ ১৪:৪৪:৩৫ || আপডেট: ২০১৫-১২-১২ ১৪:৪৪:৩৫

Spread the love
ভোটের মাঠে সৌদী নারীরা
আরটিএমনিউজ২৪ডটকম,ঢাকা: সৌদি আরবে আজ শনিবার অনুষ্ঠিত পৌর নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন দেশটির নারীরা। এ নির্বাচনে সরাসরি প্রার্থীও হয়েছেন অনেকে। এ নির্বাচনে ৯৭৮ জন নারী প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন। অন্যদিকে পুরুষ আছেন ৫,৯৩৮ জন। অবশ্য নারী প্রার্থীকে আড়াল থেকে প্রচারণা চালাতে হয়েছে অথবা পুরুষ প্রতিনিধির মাধ্যমে। ১ লাখ ৩০ হাজার নারী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। সেখানে পুরুষ ভোটার হয়েছেন ১৩ লাখ ৫০ হাজার। নারীদের ভোটে অংশগ্রহণের সুযোগ দিয়ে ২০১১ সালে প্রাক্তন সৌদি বাদশাহ আবদুল্লাহ ডিক্রি জারি করেছিলেন। ওই সময় কোনো নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি সৌদি নারীরা। মৃত্যুর আগে বাদশাহ আবদুল্লাহ দেশটির সর্বোচ্চ উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিলে ৩০ জন নারীকে নিয়োগও দিয়েছিলেন। শনিবার বিকেলে ভোট গ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

আরটিএমনিউজ২৪ডটকম,/ এএম

Logo-orginal