, রোববার, ২৮ এপ্রিল ২০২৪

admin admin

শিবিরের সাত নেতাকর্মীকে ২০ বছর করে কারাদণ্ড

প্রকাশ: ২০১৫-১২-০২ ০১:৫০:৫৩ || আপডেট: ২০১৫-১২-০২ ০১:৫০:৫৩

Spread the love

শিবিরের সাত নেতাকর্মীকে ২০ বছর করে কারাদণ্ড
আরটিএমনিউজ২৪ডটকম, রংপুর: ২০১৩ সালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় রংপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সাত নেতাকর্মীকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত।

মঙ্গলবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, ২০১৩ সালের ১৮ ও ১৯ মার্চ জামায়াতের ডাকা হরতাল কর্মসূচি চলাকালে নগরীর লালবাগ কলেজ রোডের অনি-অমি ছাত্রাবাসে ১৮ মার্চ রাত ২টার দিকে অভিযান চালায় পুলিশ।

এ সময় শিবির নিয়ন্ত্রিত ওই ছাত্রাবাস থেকে ককটেল, সেভেন আপের বোতলে পেট্রোল, লোহার রডসহ দুই শিবির কর্মীকে আটক করার কথা জানায় পুলিশ।

এ ঘটনায় কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুক্তারুল আলম বাদী হয়ে সাতজনের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

দেড় বছরের বেশি সময় মামলাটি বিচারাধীন থাকার পর মঙ্গলবার দুপুর ১টার দিকে এর রায় ঘোষণা করা হয়।

রায়ে অভিযুক্ত শিবির কর্মী আহসান হাবীব, মোস্তফা কামাল, মেহেদী হাসান সৌরভ, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন, জামিদুল ইসলাম ও মঈনুল ইসলামকে ২০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর করে কারাদণ্ড প্রদান করে আদালত।

রায় ঘোষণার সময় আহসান হাবীব ও মোস্তফা কামাল উপস্থিত থাকলেও অন্যরা পলাতক ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন চোরাচালান বিশেষ ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আইনুন নাহার পাপড়ি এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. কাওসার আলী।

আরটিএমনিউজ২৪ডটকম/একে

Logo-orginal