, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

চট্টগ্রাম মহানগর আওমী মুক্তিযোদ্ধা লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৬-০১-০৪ ১১:১৩:৪৬ || আপডেট: ২০১৬-০১-০৪ ১১:১৪:৩৪

Spread the love

রাহুল দাসঃ

12410592_791301250996645_6296549955883129422_n (প্রেস বিজ্ঞপ্তি) দেশ ও জনগনের অতন্দ্র প্রহরী বাংলাদেশ আওমী মুক্তিযোদ্ধা লীগ। চট্টগ্রাম মহানগর কমিটি কতৃক আয়োজিত চেরাগী পাহাড়স্থ কদম মোবারক উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শফিউল বশরের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর আওমী মুক্তিযোদ্ধা লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথী ছিলেন- আওমী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

প্রধান আলোচক ছিলেন- অধ্যাপক মাসুম চৌধুরি। সংবর্ধিত অতিথী ছিলেন- হাসান মুরাদ বিপ্লব। বিশেষ অতিথী ছিলেন- লায়ন এস এম মোরশেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন ও আমিনুল হক বাবু।

সভায় স্বগত বক্তব্য রাখেন- ডাক্তার নওশাদ ইবনে রফিক,মোঃ ইছহাক,নাছির উদ্দিন পাটোয়ারী,আব্দুস সাত্তার গাজী,আল আমিন হাফিজ,এস এম মনিরুল ইসলাম জুয়েল,মোঃ আলমগীর, মেহহেরাজ হোসেন তুহিন,নারী নেত্রী – ইশরাত জাহান কলি,মোঃ বেলাল, আজাদ শাহী, ও শফিউল আলম।

বক্তারা বলেন- ১৯৪৮ সালে ভাষা আন্দলনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বৈরাচারের বিরুদ্ধে মাত্ভাষার জন্য আন্দলন হয়। তাতে আমরা ১৯৫২ সালে মাতৃভাষা ফিরে পায়।১৯৫৪ সালে নির্বাচনে আওমীলীগ ১৬৭ আসনে নির্বাচিত হয়েও সৈরাচারদের কাছ থেকে ক্ষমতা পাননি।পরে ১৯৭১ সালে টানা ৯ মাস যুদ্ধ করে আমরা সৈরাচার মুক্ত বাংলাদেশ করি।আর আমরা পেয়েছি স্বাধীনতা।কিন্তু দুঃখের বিষয় বিএনপি ক্ষমতায় এসে সেই ৭১’রের বী যোদ্ধাদের করেছে অসম্মান।আর আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এসে মুক্তিযোদ্ধাদের দিয়েছেন সম্মান এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা।

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal