, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

রিয়ালের জিদানের অভিষেক আজ

প্রকাশ: ২০১৬-০১-০৯ ১০:৩৯:৪৪ || আপডেট: ২০১৬-০১-০৯ ১০:৪২:৫১

Spread the love

ক্রীড়া ডেস্ক,আরটিএমনিউজ২৪ডটম

2FE94C9600000578-3390301-image-a-90_1452255682046ঢাকা: গত বিশ বছরে একুশ জন কোচ নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। তারই ধারাবাহিকতায় রিয়ালের সর্বশেষ কোচ হলেন জিনেদিন জিদান। ক্লাবটির সিনিয়র দলের কোচ হিসেবে তার অভিষেক হচ্ছে আজ।

লা  লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনা। লা ব্ল্যাঙ্কোসদের আগে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় ন্যু ক্যাম্পে গ্রানাডার বিপক্ষে খেলবে বার্সেলোনাও।

বেনিতেজের রেখে যাওয়া রিয়াল মাদ্রিদ এ মুহূর্তে লা  লিগায় পয়েন্ট টেবিলে ৩৭ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ২৭ পয়েন্ট নিয়ে দেপোর্তিভো আছে সাত নম্বরে।

চলতি মৌসুমে এই দেপোর্তিভোই ন্যু ক্যাম্পে ২-০-তে পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করেছিল বার্সেলোনার সঙ্গে। যে কারণে বার্নাব্যুতে তাই রিয়ালও চ্যালেঞ্জের সম্মুখীন। তবে রিয়াল-দেপোর্তিভো লড়াইয়ের মুখ্য চরিত্র আজ জিদানই। কখনও সিনিয়র কোনো দলকে কোচিং না করানো জিজুর প্রথম মিশনই দশবারের ইউরোপ চ্যাম্পিয়নদের নিয়ে।

জাতীয় দলের জার্সিতে ফ্রান্সের হয়ে যেমন, তেমনি আলো ছড়িয়েছেন রিয়ালের খেলোয়াড়ি জার্সিতেও। সর্বশেষ এক বছর কোচিং করিয়েছেন রিয়ালেরই যুব দলকে। সাফল্য অবশ্য খুব একটা ছিল না_ ৫৭ ম্যাচে জয় ২৬টি (৪৬.৬ শতাংশ), ড্র ১৭ (২৯.৮ শতাংশ) আর হার ১৪ ম্যাচে (২৪.৫ শতাংশ)।

তবু মূল দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন অনেকটাই। তবে এত দ্রুত যে সেটা হয়ে যাবে, তা হয়তো জিদানও ভাবতে পারেননি।

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal