, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

তুরস্কে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান বাংলাদেশি হাফেয আব্দুল আখের

প্রকাশ: ২০১৬-০৬-১৮ ১২:৩৯:৩৬ || আপডেট: ২০১৬-০৬-১৮ ১২:৩৯:৩৬

Spread the love
তুরস্কে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান বাংলাদেশি হাফেয আব্দুল আখের
তুরস্কে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান বাংলাদেশি হাফেয আব্দুল আখের

আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ তুরস্কে অনুষ্ঠিত ৪র্থ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সেরা হয়েছেন বাংলাদেশি হাফেয আব্দুল আখের।

বিশ্বের ৪৬টি  দেশের প্রতিযোগিকে পেছনে ফেলে ১ম স্থান দখল করেছেন বাংলাদেশী হাফেয ঢাকার তানযীমুল উম্মাহ মাদ্রাসার ছাত্র আব্দুল আখের ।

গতকাল শুক্রবার (১৭ই জুন) তুরুস্কের ইস্তামবুলের সুলতান ফতেহ মসজিদে অনুষ্টিত হয়ে গেল ৪র্থ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় ৪৬টি দেশের কারী ও হাফেজ গন আংশগ্রহন করেন।

উক্ত প্রতিযোগিতা অনুষ্টানে এরদুগানের প্রধান ধর্মীয় উপদেষ্টা আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডঃ মেহমুদ গরমিজ ও ইস্তামবুলের মেয়র কাদির টোপবাস সহ আন্তর্জাতিক বহু ধর্মীয় গবেষক গন উপস্থিত ছিলেন।

৪৬টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থানের গৌরব অর্জন করেন ঢাকার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ছাত্র হাফেয আব্দুল আখের।

Logo-orginal