, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

৮৮২২ কোটি টাকা ঘুষ লেনদেন হয়: টিআইবি

প্রকাশ: ২০১৬-০৬-২৯ ১৫:২৮:৪৩ || আপডেট: ২০১৬-০৬-২৯ ১৫:২৮:৪৩

Spread the love
৮৮২২ কোটি টাকা ঘুষ লেনদেন হয়: টিআইবি
৮৮২২ কোটি টাকা ঘুষ লেনদেন হয়: টিআইবি
আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে দেশের সেবা খাতগুলোর মধ্যে পাসপোর্ট খাত দুর্নীতিতে শীর্ষে অবস্থান করছে। ‘
সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০১৫’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আজ সংস্থাটি এ তথ্য জানায়। ধানমন্ডিস্থ সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, দুর্নীতিতে দ্বিতীয় স্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তৃতীয় স্থানে আছে শিক্ষা খাত।
এছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ভূমি প্রশাসন ও বিচারিক সেবাখাত যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সর্বাধিক দুর্নীতিগ্রস্থ খাত হিসাবে জরিপে দেখা গেছে। জরিপকালে সংস্থাটির কাছে ৭১ শতাংশ খানা (পরিবার) জানিয়েছে, ঘুষ না দিয়ে তারা কাঙ্খিত সেবা পাননি।
ফলে, ঘুষ দিতে তারা বাধ্য হয়েছেন। উচ্চ আয়ের তুলনায় নি¤œ আয়ের মানুষেরা দুর্নীতির প্রভাব বেশি দেখা গেছে। একই সঙ্গে শহরের চেয়ে গ্রামে দুর্নীতির প্রকোপ বেশি পাওয়া গেছে। রিপোর্টে জানানো হয়, জাতীয়ভাবে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ ৮ হাজার ৮২২ কোটি টাকা। এই পরিমান গত ২০১২ সালে পরিচালিত জপিরের হিসাবের চেয়ে এক হাজার ৪৯৭ কোটি টাকা বেশি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির সভাপতি সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

Logo-orginal