, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

দাদা দেয়াল ভেঙে বের করে নাও

প্রকাশ: ২০১৬-০৭-০৩ ১২:১৮:০২ || আপডেট: ২০১৬-০৭-০৩ ১২:১৮:০২

Spread the love

‘দেয়াল ভেঙে বের করে নাও’

 

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাঃ হলি আর্টিজান বেকারিতে জিম্মি সংকটকালে আটকা পড়েছিলেন সমীর বাড়ৈ। আশেপাশে যখন গুলির শব্দ, মৃত্যু আতঙ্ক জিম্মিদের মধ্যে, দেশ তথা  বিশ্বজুড়ে শরীর হিম করা ভীতি তখন ওই রেস্তরাঁ থেকে ছোট ভাই সমীর বাড়ৈয়ের সঙ্গে মোবাইল টেক্সট ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হন গোপাল। ওই রেস্তরাঁয় কাজ করতেন সমীর। রাত প্রায় সাড়ে ৯টার দিকে গোপাল তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমবার তিনি একটি নম্বরে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে অন্য একটি নম্বর থেকে তিনি সফল হন।  তার টেক্সট ম্যাসেজের জবাবে রাত ১০টায় সমীর লিখেছেন: আমি ও আমার ভাতিজা ভালো আছি। আমরা একটি বাথরুমের ভেতরে অবরুদ্ধ হয়ে আছি।
রাত ১টা ৪৪ মিনিটে আবার টেক্সট ম্যাসেজ করেন সমীর: বাইরের পরিস্থিতি কি?
গোপাল: র‌্যাব সবকিছু পর্যবেক্ষণ করছে। তারা যতদূর পারে তা চেষ্টা করছে, যাতে তোমাদের কারো কোনো ক্ষতি না হয়।
সমীর: ছোট মামুন জানে আমাদের টয়লেট কোন্‌দিকে। আমরা সেখানেই আছি। যদি পার দেয়াল ভেঙে আমাদের বের করে নাও।
ম্যাসেজ বিনিময়ের এক পর্যায়ে রাত ২টা ১৫ মিনিটে গোপাল লেখেন: ওরা কি জানে যে তোমরা টয়লেটে আছো?
সমীর: হ্যাঁ।
গোপাল: ওরা কি তোমাদের কিছু বলেছে?
সমীর: তারা কিছুই চায় না। তারা আমাদের তালাবদ্ধ করে রেখেছে।
গোপাল: দাদা দয়া করে টয়লেটের এক পাশে বসে থাক। ওরা গুলি করতে পারে।
সমীর: হ্যাঁ, আমরা আছি তো।
রাত ৪টা ৫৮ মিনিটে গোপাল আবার জানতে চান: দাদা তোমরা এখন কেমন আছ?
সমীর: হ্যাঁ আছি।
ভোর ৫টা ২৮ মিনিটে আবার টেক্সট ম্যাসেজ পাঠান গোপাল। তিনি জানান, আমরা সবাই তোমাদের জন্য প্রার্থনা করছি যাতে তোমরা নিরাপদে ও সুস্থ হয়ে বেরিয়ে আসতে পারো।
সমীর: ঠিক আছে।
৫টা ৪৮ মিনিটে আটকে থাকা সমীর আবার ম্যাসেজ পাঠায়: সম্ভবত এখন র‌্যাব প্রবেশ করবে। দয়া করে তাড়াতাড়ি টয়লেটে এসো। এখানে বেদনাদায়ক পরিস্থিতি।
গোপাল: একজন মেজরকে তোমাদের সবার কথা জানিয়েছি আমি।
সকাল ৬টা ২২ মিনিটে ভাইকে ম্যাসেজ পাঠান গোপাল। তাতে তিনি লিখেছেন, দয়া করে বলো তুমি এখন কেমন আছো?
এরপর থেকে অনেক সময় কোন যোগাযোগ হয় নি দু’ভাইয়ের। সকাল ৭টা ৪০ মিনিটের দিকে অভিযান শুরু হয়। এরপর ভাইয়ের কাছে পৌঁছানোর চেষ্টা করেন গোপাল। এক পর্যায়ে তিনি ভেতরে প্রবেশ করতে সক্ষম হন। কিন্তু তার অনুসন্ধানের কোনো উত্তর ছিল না।- দ্য ডেইলি স্টার, এমজমিন

 

Logo-orginal