, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

হাজার হাজার মুসল্লির নামাজ আদায় গেন্ডারিয়ার আলোচিত জামে মসজিদে

প্রকাশ: ২০১৬-০৭-০১ ১৬:১৬:০৬ || আপডেট: ২০১৬-০৭-০১ ১৬:২১:৫৮

Spread the love
হাজার হাজার মুসল্লির নামাজ আদায় গেন্ডারিয়ার আলোচিত জামে মসজিদে
হাজার হাজার মুসল্লির নামাজ আদায় গেন্ডারিয়ার আলোচিত জামে মসজিদে

 

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাঃ অবশেষে বিনা বাঁধায় জুমার নামাজ আদায় করল মুসল্লিরা । গেন্ডারিয়া জামে মসজিদটি সপ্তাহ ধরে আলোচনায় পুরো বাংলাদেশ জুড়ে ।

আলোচনায় ছিল তথাকথিত গেণ্ডারিয়া থানার সেই ওসি, যিনি রিভালবার উঁচিয়ে নামাজরত মুসলমানদের বের করে দিয়েছিল ।

 

 

সমালোচনার তুফান বইতে থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে, দাবী উঠে হিন্দু নেতাদের গ্রেপ্তারের ।

নিন্দার ঝড় উঠে সব মহল থেকে, ব্যাপক সমালোচার মুখে পড়ে সরকার ।

হাজার হাজার মুসল্লির নামাজ আদায় গেন্ডারিয়ার আলোচিত জামে মসজিদে
হাজার হাজার মুসল্লির নামাজ আদায় গেন্ডারিয়ার আলোচিত জামে মসজিদে

সোশ্যাল মিডিয়ায় আহবান উঠে জুমাতুল বিদা বা আজকের জুমার নামাজ আদায়ের ।

তারই প্রেক্ষিতে আজ (১লা জুলাই)সকাল ১০টা থেকে মানুষ জড়ো হতে দেখা যায় মিল মসজিদের আশে পাশে, বেলা বাড়ার সাথে সাথে মুসেল্লিতে ভরে যায় মসজিদ ।

দুপুর সাড়ে বারটার পুর্বেই আশে পাশের সব জায়গা মুসলমানদের পদচারনায় মুখরিত হয়ে উঠে।

উপস্থিত মুসল্লিরা নামাজ আদায় করতে পেরে আল্লাহর শোকর আদায় করে ।

নামাজের পুর্বে, অযুর পানির সংকট দেখা দিলে, হিন্দু সম্প্রদায়ের লোকজন নিজ বাড়ীর গেইট খুলে দিয়ে সহযোগিতা করেন ।

উল্লেখ্য, রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করে  আসছিল গত রবিবার (২৬শে জুন) থেকে।

গেন্ডারিয়ার ৪৬ নম্বর ওয়ার্ডের মতিচরণ রায় রোডের ৩১ নং হোল্ডিংএ গত ২ সপ্তাহ আগে একটি মসজিদ নির্মাণ শুরু হয়। এরপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গেন্ডারিয়া শাখার পক্ষ থেকে স্থানীয় থানায় একটি জিডি করার পর গেন্ডারিয়া থানার ওসি মুসল্লিদের গুলি করার হুমকি দিয়ে মসজিদ থেকে বের করে দেয়।

আজ জুমার নামজের সময় এলাকাবাসী বলছেন, ওই স্থানে কোনো মন্দির ছিল না। এবং তারা মসজিদ নির্মাণ সম্পন্ন করবেন।

তার দেশবাসীর দোয়া চেয়েছেন ।

 

Logo-orginal