, শনিবার, ৪ মে ২০২৪

admin admin

কলকাতায় বাংলাদেশ মিশন কর্মচারীর আত্মহত্যা

প্রকাশ: ২০১৬-০৮-২৪ ০৮:১৪:৩৯ || আপডেট: ২০১৬-০৮-২৪ ০৮:১৪:৩৯

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ কলকাতায় বাংলাদেশ মিশনের কম্পিউটার অপারেটর এবং স্টেনোগ্রাফার আজিজুল ইসলামকে (৫০) মৃত অবস্থায় পাওয়া যায়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে কলকাতায় তার বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

আজিজুল ইসলাম কলকাতায় একা থাকতেন এবং তার পরিবার বাংলাদেশে থাকেন।

পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন আজিজুল ইসলাম। তাকে তার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, লোয়ার রেঞ্জের বাড়িতে একাই থাকতেন আজিজুল ইসলাম। বাংলাদেশে তার পরিবার থাকে।

পরিজনদের বার বার কলকাতায় নিয়ে আসতে চাইলেও, তারা আসতে রাজি না হওয়ায় বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

তদন্তকারীরা জানান, তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের দড়ি বেঁধে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায় তাকে।

Logo-orginal