, শনিবার, ৪ মে ২০২৪

admin admin

জঙ্গি সেলিমকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা

প্রকাশ: ২০১৬-০৮-১৭ ১৬:১৫:০৪ || আপডেট: ২০১৬-০৮-১৭ ১৬:১৫:০৪

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাঃ ব্লগার, লেখক ও প্রকাশক হত্যার অন্যতম পরিকল্পনাকারী ও নেতৃত্বদাতা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের  (আনসারুল্লাহ বাংলা টিম) শীর্ষস্থানীয় নেতা সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২কে ধরিয়ে দিতে ফের পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে সেলিমকে ব্লগার অভিজিৎ রায় হত্যার অন্যতম পরিকল্পনাকারী এবং প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, ব্লগার নিলাদ্রী নীলয়, ওয়াশিকুর বাবু, নাজিম উদ্দিন সামাদ, জুলহাস মান্নান ও তনয় হত্যাকাণ্ডের সার্বিক নেতৃত্বদাতা বলে উল্লেখ করা হয়েছে।

সেলিম সম্পর্কে তথ্য দাতাকে ঢাকা মহানগর পুলিশ আবারও ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

এ সংক্রান্ত তথ্য দিতে ডিএমপির ফেসবুক অ্যাকাউন্টে যোগাযোগ করতে বলা হয়েছে। পুলিশের সেলফোন ০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮, ০১৭১৩৩৭৩২০৬ নম্বরে ফোন করেও তথ্য দেয়া যাবে। এছাড়াও পুলিশকে তথ্য জানানোর অ্যাপ ‘হ্যালো সিটি’তেও যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে এ বছরের ১৯ মে এই দুটি হত্যাকাণ্ডের ঘটনায় সেলিমসহ আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে ধরিয়ে দিতে ১৮ লাখ টাকা ঘোষণা করেছিল ডিএমপি। সেসময়েও সেলিমকে ধরিয়ে দিতে পারলে ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

Logo-orginal