, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

হাসনাত করিম ও তাহমিদ খান পুলিশের রিম্যান্ডে

প্রকাশ: ২০১৬-০৮-০৪ ১৬:৪৮:৫৮ || আপডেট: ২০১৬-০৮-০৪ ১৬:৪৮:৫৮

Spread the love

 

গুলশানে হামলার ঘটনার সময়কার ভিডিও প্রকাশের পর হাসনাত করিমের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়।

আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ বাংলাদেশের গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনার এক মাস পরে সেখান থেকে মুক্তি পাওয়া হাসনাত করিম এবং তাহমিদ খানকে আট দিনের রিম্যান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

এই দুজন নিখোঁজ বলে তাদের পরিবার এতদিন জানালেও, গতকাল রাতে তাদের গুলশান ও বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের একজন মুখপাত্র মাসুদুর রহমান বিবিসিকে বলেছেন, গত রাতে গুলশান আড়ং এর সামনের রাস্তা থেকে হাসনাত করিমকে আটক করা হয়েছে। আর তাহমিদ খানতে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লক থেকে আটক করা হয়।

এই একমাস তারা দুজন কোথায় ছিলেন?

বিবিসির পক্ষ পুলিশের এই কর্মকর্তার কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে এখনো তারা বিস্তারিত জানতে পারেন নি। সঠিক তথ্য না জেনে তারা কিছু বলতে চান না বলেও উল্লেখ করেন।

পয়লা জুলাই ওই রেস্তোরায় হামলার পর ভোরে বাইরে বেরিয়ে আসেন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম । আর কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ খানকে কমান্ডো অভিযানের সময় বের করে আনা হয়।।

ঘটনার পর থেকে তারা কোথায় আছেন সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ কিংবা তাদের পরিবার।

হাসনাত করিম পুলিশের হেফাজতে আছেন বলে তার পরিবার দাবি করলেও পুলিশ তাকে আগেই ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছিল।

বাংলাদেশের একজন ব্যবসায়ির সন্তান তাহমিদ খান।

উৎসঃ বিবিসি বাংলা

Logo-orginal