, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

নেইমারের গোলে আবারো জয় ব্রাজিলের

প্রকাশ: ২০১৬-০৯-০৭ ১০:২২:৫২ || আপডেট: ২০১৬-০৯-০৭ ১০:২২:৫২

Spread the love
নেইমারের গোলে আবারো জয় ব্রাজিলের
নেইমারের গোলে আবারো জয় ব্রাজিলের

আরটিএমনিউজ২৪ডটকম, ক্রীড়া ডেস্কঃ    আবারও ব্রাজিলের ত্রাতা হয়ে দেখা দিলেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড নেইমার।

তার গোলে বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে জয় পেয়েছে ব্রাজিল।

বুধবার বাংলাদেশ সময় সকালে ২-১ ব্যবধানে কলম্বিয়াকে হারায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

অবশ্য খেলার শুরুতেই ব্রাজিলকে এগিয়ে নেন ইন্টার মিলানের ডিফেন্ডার মিরান্দা। ম্যাচের ৩ মিনিটে নেইমারের কর্নার ধরে কোনাকুনি হেডে বল জালে জড়ান তিনি।

কিন্তু ৩৬ মিনিটে মারকিনিয়োস আত্মঘাতী গোল করলে সমতায় ফেরে কলম্বিয়া। হামেসের উঁচু পাস হেডে বিপদমুক্ত করতে গিয়ে জালে পাঠান তিনি।

সমতায় বিরতিতে যান নেইমাররা। ফিরে এসে আক্রমণের পর আক্রমণ করেও গোল মুখে গিয়ে সব ব্যর্থ হয়ে যাচ্ছিল। এরই মধ্যে ৭৪ মিনিটে আগের ম্যাচের মতো দলের ত্রাতা হয়ে দেখা দিলেন নেইমার।ব্রাজিলকে জেতালেন নেইমার

কৌতিনিয়োর পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকেই কোনাকুনি নিচু শটে জালে জড়ান বার্সেলোনার এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত দুদলের আর কেউ গোল না পেলে জয় নিয়ে মাঠ ছাড়েন তিতের শিষ্যরা।

এ জয়ে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলায় আট ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।

দিনের অপর ম্যাচে ভেনিজুয়েলার সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে শীর্ষস্থান হারিয়ে তৃতীয় আর্জেন্টিনা।

আর আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে উরুগুয়ে। এদিন তারা প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়েছে।

এ অঞ্চল থেকে সরাসরি চারটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলের চতুর্থ দল কলম্বিয়া, ১৩ পয়েন্ট নিয়ে।

Logo-orginal