, রোববার, ৫ মে ২০২৪

admin admin

বিমানবন্দরে টয়লেটের ময়লার ঝুড়িতে মিললো তিন কেজি সোনা

প্রকাশ: ২০১৬-০৯-২৬ ১২:৫৫:৪৪ || আপডেট: ২০১৬-০৯-২৬ ১২:৫৫:৪৪

Spread the love
বিমানবন্দরে টয়লেটের ময়লার ঝুড়িতে মিললো তিন কেজি সোনা
বিমানবন্দরে টয়লেটের ময়লার ঝুড়িতে মিললো তিন কেজি সোনা
আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টয়লেটের ময়লার ঝুড়িতে মিললো তিন কেজি সোনা। সোমবার ভোর ৬টায় বিমানবন্দর ইমিগ্রেশনের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে এ সোনা উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিন কেজি ওজনের সোনার ১০টি বার পরিত্যক্ত অবস্থায় টয়লেটের ময়লার ঝুড়িতে পড়ে ছিল। সোনার বার গুলো ৫টি প্যাকেটে কালো স্কচটেপে রাখা ছিল। তবে কে বা কারা এ সোনার বার ময়লার ঝুড়িতে ফেলে রেখে যায় তা নিশ্চিত করতে পারেনি শুল্ক গোয়েন্দা বিভাগ।

এ বিষয়ে ড. মইনুল খান জানান, বিমানবন্দর দিয়ে সোনার একটি চালান পাচার হবে। এ তথ্য তাদের কাছে থাকায় শুল্ক গোয়েন্দা বিভাগ আগে থেকেই সতর্ক ছিল। যার কারণে অপরাধীরা সোনাগুলো নিয়ে বেরোতে না পারায় ময়লার ঝুড়িতে ফেলে রেখে যায়।

শুল্ক গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্তের কাজ চলছে।

তিনি জানান, ভোরে বিজি কুয়ালালামপুর, দোহা থেকে কাতার ফ্লাইট ও কুয়েত থেকে কুয়েত ফ্লাইট তিনটি বিমান প্রায় কাছাকাছি সময়ে অবতরণ করে। এ সময় যাত্রীদের কেউ এ সোনা বহন করছিল। আটক সোনার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হবে বলে এই শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জানান।

Logo-orginal