, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্রসহ দু’জন জার্মান নাগরিক আটক

প্রকাশ: ২০১৬-০৯-২৭ ১৭:২০:১১ || আপডেট: ২০১৬-০৯-২৭ ১৭:২০:১১

Spread the love

বিমানবন্দরে প্রায়শই পাচার হয়ে আসা সোনা ধরা হয় কিন্তু বিদেশিদের আনা অস্ত্র ধরার পড়ার ঘটনা বিরলবিমানবন্দরে প্রায়শই পাচার হয়ে আসা সোনা ধরা হয় কিন্তু বিদেশিদের আনা অস্ত্র ধরার পড়ার ঘটনা বিরল

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাঃ  ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি অস্ত্রসহ বাংলাদেশী বংশোদ্ভূত দু’জন জার্মান নাগরিককে আটক করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, খেলনা পিস্তলের কথা বলে এই অস্ত্রগুলো আনা হয়েছিলো।

অস্ত্রগুলো নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলো তারা।

গ্রিন চ্যানেল পার হয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।

আটক এই দুই ব্যক্তি জার্মান পাসপোর্টধারী।

বিমান বন্দরে কাস্টমস কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একটি কার্টনে করে এসব অস্ত্র আনা হয়েছে।

কার্টনের ভেতরে মোট ৯টি ‘পিস্তল’ পাওয়া গেছে।

পরে অস্ত্রগুলো আসল না খেলনার সেটা পরীক্ষা করে দেখার জন্যে র‍্যাবের বিশেষজ্ঞ ডেকে আনা হয়।

র‍্যাবের ওই কর্মকর্তা জানান, অস্ত্রগুলো আসল। তখন তাদেরকে আটক করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে তারা ঢাকায় এসে নামেন মঙ্গলবার সকালে।

গোপন সূত্রে খবর পাওয়ার পর বিমানবন্দরের গোয়েন্দারা তাদের মালামাল তল্লাশি করতে গেলে এই আগ্নেয়াস্ত্রগুলো পাওয়া যায়।

এসব অস্ত্র কোথা থেকে এসেছে এবং কোথায় কি কাজে আনা হয়েছে কর্মকর্তারা সেবিষয়ে কিছু জানাতে পারেন নি।

সূত্র:  বিবিসি

Logo-orginal