, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

পায়ুপথে আটটি স্বর্ণের বার নিয়ে বিমানবন্দরে ধরা

প্রকাশ: ২০১৬-১০-১৭ ১৬:৫০:৪৯ || আপডেট: ২০১৬-১০-১৭ ১৬:৫১:০৭

Spread the love
পায়ুপথে আটটি স্বর্ণের বার নিয়ে বিমানবন্দরে ধরা
পায়ুপথে আটটি স্বর্ণের বার নিয়ে বিমানবন্দরে ধরা

আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ পায়ুপথে আটটি স্বর্ণের বার নিয়ে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে এসেছিলেন এক যাত্রী।

গ্রিন চ্যানেল পার হতে চেয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না।

বাংলাদেশ শুল্ক গোয়েন্দাদের কাছে আগেই তার সম্পর্কে তথ্য ছিলো।

সংস্থাটির ফেসবুক পাতায় জানানো হয়েছে শাহজালাল বিমানবন্দরে এখন বিশেষ ব্যবস্থায় এই স্বর্ণ বের করা হচ্ছে।

তাদের তথ্যমতে শারজাহ থেকে এসেছিলেন মোহাম্মদ মোর্শেদ হোসেন। বাড়ি চট্টগ্রামের হাটহাজারী।

আগেই পাওয়া তথ্যে ভিত্তিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু করলে এক পর্যায়ে সে আটটি স্বর্ণ বারের কথা স্বীকার করে।

কিন্তু সেগুলো সাথে সাথেই হস্তান্তর করা তার পক্ষে সম্ভব হয়নি।

বিশেষ ঠিক কি পদ্ধতিতে স্বর্ণের বারগুলো বের করা হচ্ছে সেটি বিস্তারিত জানানো হয়নি শুল্ক গোয়েন্দাদের ফেসবুক পাতায়।

এর আগে গত মাসের শেষের দিকে টয়লেটের ময়লার ঝুড়ি থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছিলো শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ইমিগ্রেশন সংলগ্ন টয়লেটের ভেতরে রাখা ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় ১০ টি বারে এই স্বর্ণ ফেলে যায় কেউ।

যার আনুমানিক বাজার মূল্য ছিলো দেড় কোটি টাকা।

সুত্রঃ বিবিসি বাংলা।

Logo-orginal