, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

৬৭ ভরি স্বর্ণ ৬ লাখ টাকাসহ সাত জেএমবি সদস্য আটক

প্রকাশ: ২০১৬-১০-১৮ ১১:২৬:৪৯ || আপডেট: ২০১৬-১০-১৮ ১১:২৭:১৫

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাঃ  রাজধানীর তেজগাঁও এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশ- জেএমবির সাত সদস্যকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট।
সোমবার রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার হওয়া এই সাত জেএমবি সদস্য ডাকাতির সঙ্গে জড়িত। তাদেরকে আটকের সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্রসহ স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, তাদের কাছ থেকে ৬৭ ভরি স্বর্ণের গয়না, ছয় লাখ টাকা, টেলিভিশন, ল‌্যাপটপ, মোটরসাইকেল, চারটি পিস্তল, পাঁচটি ম‌্যাগাজিন, দশ রাউন্ড গুলি, নয়টি চাপাতি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণ, টাকা, টেলিভিশন, ল্যাপটপ ও মোটরসাইকেলকে লুটের মাল আখ্যা দিয়ে মাসুদের রহমান বলেন, ডাকাতি করে লুট করা এসব অর্থ সংগঠনের কাজে ব‌্যবহার করে জঙ্গিরা।

তবে আটকদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা বলেন পুলিশের এই কর্মকর্তা।

সুত্রঃ যুগান্তর ।

Logo-orginal