, শুক্রবার, ৩ মে ২০২৪

admin admin

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেদারল্যান্ডসের রাষ্টদূত লিওনি মারগারিটার হাতব্যাগ চুরি

প্রকাশ: ২০১৬-১১-২১ ২১:০০:২৭ || আপডেট: ২০১৬-১১-২১ ২১:০০:২৭

Spread the love
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেদারল্যান্ডসের রাষ্টদূত লিওনি মারগারিটার হাতব্যাগ চুরি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেদারল্যান্ডসের রাষ্টদূত লিওনি মারগারিটার হাতব্যাগ চুরি

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একটি অনুষ্ঠান থেকে নেদারল্যান্ডসের রাষ্টদূত লিওনি মারগারিটা কুলেনারার হাতব্যাগ চুরি হয়েছে।

আজ সোমবার বিকালে চারুকলা অনুষদের ভেতরে উন্মুক্ত স্থানে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

সন্দেহভাজন চোর

তবে টেলিভিশন ক্যামেরায় ধারণ করা দৃশ্য থেকে সন্দেহভাজন এক তরুণকে শনাক্ত করা হয়েছে জানিয়ে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, চোর একটি ছেলে, তাকে চিহ্নিত করা গেছে। কিন্তু পরিচয় এখন পাওয়া যায়নি। ব্যাগটি উদ্ধারের চেষ্টা করছি।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানান, কাউন্টার ফটোর আলোকচিত্র বিভাগের চার বছরপূর্তি উপলক্ষে প্রদর্শনীর উদ্বোধন করতে আসেন নেদারল্যান্ডসের রাষ্টদূত। তার ব্যাগে মোবাইল ফোন ও নোটপ্যাডসহ মূল্যবান জিনিস ও নথিপত্র ছিল।

ভিডিও ফুটেজে দেখা যায়, প্রদর্শনী শুরুর ঘণ্টাখানেক পর বিকেল ৫টার দিকে রাষ্ট্রদূত নিজের আসনে রেখে ছেড়ে মোমবাতি জ্বালানোর জন্য সামনে এগোলে একটি ছেলেকে তার ব্যাগ নিয়ে পালাচ্ছে।

অধ্যাপক নিসার বলেন, প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মোমবাতি প্রজ্জ্বলনের সময় উনি (রাষ্ট্রদূত) ব্যাগটি চেয়ার রেখে সামনে আসেন। এসময় ব্যাগটি চুরি হয়ে যায়। তবে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ছেলেটির ছবি দেখা গেছে।

 সুত্রঃ আমাদের সময় ।

Logo-orginal