, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

বই মেলায় লোহাগাড়ার কৃতি সন্তান কাজী শাহজাহান’র ৭ম একক কাব্য গ্রন্থ “যেন তেন বাঁচব কেন”

প্রকাশ: ২০১৭-০২-০৪ ২১:২৫:২৭ || আপডেট: ২০১৭-০২-০৪ ২১:৫১:৩৯

Spread the love

 

 

বই মেলায় লোহাগাড়ার কৃতি সন্তান কাজী শাহজাহান'র ৭ম একক কাব্য গ্রন্থ "যেন তেন বাঁচব কেন"
বই মেলায় লোহাগাড়ার কৃতি সন্তান কাজী শাহজাহান’র ৭ম একক কাব্য গ্রন্থ “যেন তেন বাঁচব কেন”

আলাউদ্দিন ,লোহাগাড়া : লোহাগাড়ার কৃতি সন্তান  জনপ্রিয় লেখক কাজী মোহাম্মদ শাহজাহানেয় ৭ম কবিতা গ্রন্থ “যেন তেন বাচঁব কেন “এবারের ঢাকার আর্ন্তজাতিক বই মেলায় প্রকাশিত হয়েছে । 

 

ঢাকার অন্যতম প্রকাশনী  শিল্পৈষী  থেকে বইটি প্রকাশিত হয়।

বইটিতে মোট ৭২টি কবিতা রয়েছে । মেলায় পাঠকরা বইটি কিনতে চাইলে প্রকৃতি , শিল্পৈষী ও পূর্বা প্রকাশনীর স্টালে পাবেন।

তাছাড়াও চট্টগ্রামে বাতিঘরেও বইটি পাওয়া যাচ্ছে ।

 

উল্লেখ্য : কাজী মোহাম্মদ শাহজাহান  লোহাগাড়া উপজেলার কৃতি সন্তান। ১৯৭৭ সালে ২৪মে উপজেলার অধুনগর ইউনিয়নে কাজী বাড়িতে জন্মগ্রহন করেন। পিতা কাজী মাহমুদুল হক ।

 

ছাত্র থাকা অবস্থায় কাজী মোহাম্মদ শাহাজহান লেখালেখি শরু করেন । তার লেখা বিভিন্ন ছড়া/কবিতা  দেশের সমসাময়িক সাহিত্য পত্রিকায়  নিয়মিত প্রকাশিত হচ্ছে। 

 

এই পযর্ন্ত তার লেখা ৭টি কবিতার বই প্রকাশিত হয়েছে । বই গুলো নাম হচ্ছে যুগে যুগে মুক্তিযাদ্ধা, ভ্যাবাচেকা, একাত্তরের পরে কেন, তোমাকে নিয়ে কবিতা,অন্তরালের গল্প, আকাশ আমার মুখোশ পরা এবং এবারের সর্বশেষ প্রকাশিত  যেন তেন বাঁচব কেন।

 

কাজী মোহাম্মদ শাহজাহান মূলত পেশায়  একজন   মধ্যপ্রাচ্যে জুয়েলারী ও দেশে হাউজিং এর ব্যবসায়ী

।ব্যবসার পাশপাশি নিয়মিত লেখে যাচ্ছেন তিনি ।

আরটিএম/৪২১৭

Logo-orginal