, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

উভয় সীমান্তে গুলির মুখে রোহিঙ্গা মুসলমানরা

প্রকাশ: ২০১৭-০৮-২৭ ১৩:২৪:০৭ || আপডেট: ২০১৭-০৮-২৭ ১৩:২৭:১৩

Spread the love
উভয় সীমান্তে গুলির মুখে রোহিঙ্গা মুসলমানরা
উভয় সীমান্তে গুলির মুখে রোহিঙ্গা মুসলমানরা

আরটিএমনিউজ২৪ডটকম, টেকনাফ: উভয় সীমান্তে গুলির মুখে রোহিঙ্গা মুসলমানরা মৃত্যুর মুখে আহাজারি করছে, নারী-শিশুর চিৎকারে ভারী হয়ে উঠেছে নাফ নদীর তীর ।

 

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষের কারণে এক হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে প্রবেশ করার জন্য সীমান্তে জড়ো হয়েছেন৷ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে৷

শনিবার বাংলাদেশের সীমান্তরক্ষীরা জানিয়েছেন,‘‘রাখাইন রাজ্যে নতুন করে উত্তেজনার কারণে নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে এক হাজার রোহিঙ্গা৷ তাদের লক্ষ্য করে মিয়ানমারের সীমান্তরক্ষীরা গুলি ছুড়েছে৷” এই ঘটনায় গুলিবিদ্ধ মো. মুসা নামের এক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের পর মারা গেছেন৷

শনিবার দুপুরে এই গুলিবর্ষণের পর সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে বলে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানিয়েছেন৷ রাখাইনে চলা সংঘর্ষে এ পর্যন্ত ৭৭ জন রোহিঙ্গা মুসলিম এবং ১২ জন নিরাপত্তারক্ষী নিহত বলে জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী৷ খবর ডয়চে ভেলের।

গত বছরের অক্টোবরে একই ধরনের হামলার পর সেনাবাহিনী বড় ধরনের অভিযান চালায়৷ এই অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল সেনা সদস্যদের বিরুদ্ধে৷

মিয়ানমারের নিরপত্তাবাহিনী বলছে, শনিবার নতুন করে হামলা চালিয়েছে জঙ্গিরা৷ দেশটির নেত্রী অং সান সু চি শুক্রবারে জঙ্গি হামলার নিন্দা জানিয়েছেন৷ দেশটির সেনাবাহিনী বলছে, অস্ত্রধারী বিদ্রোহীরা ৩০টি পুলিশ চেকপোস্ট ও একটি সেনাঘাঁটিতে একযোগে হামলা চালায়৷

এরপর সরকারের নির্দেশে নিরাপত্তার স্বার্থে সেখানকার অধিবাসীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়৷ সরকার জানিয়েছে, সংঘাতপূর্ণ এলাকা থেকে তারা কর্মকর্তা, শিক্ষক এবং রোহিঙ্গা নন এমন গ্রামবাসীদের সেনাঘাঁটি এবং থানাগুলোতে সরিয়ে নিয়ে গেছেন৷

 

সংবাদ সংস্থা রয়টার্সকে এক সেনা জানিয়েছেন, ‘‘এঁদের মধ্যে অনেককে হেলিকপ্টারে, আবার অনেককে সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সরিয়ে নেয়া হয়েছে৷”

১৬ মাস আগে ক্ষমতা গ্রহণ করা শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী অং সান সু চি ১১ লাখ মুসলিম রোহিঙ্গার নিরাপত্তা রক্ষায় যথাযথ পদক্ষেপ না নেয়ায়, তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে৷ অক্টোবরের হামলার পর সংখ্যালঘুদের পক্ষে সু চি কোনে কথা না বলায় নিন্দার মুখে পড়েছেন তিনি৷

Logo-orginal