, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

সফল অস্ত্রোপাচারে পৃথক হল তোফা ও তহুরা

প্রকাশ: ২০১৭-০৮-০১ ১৭:২৮:৩১ || আপডেট: ২০১৭-০৮-০১ ১৭:২৮:৩১

Spread the love
 সফল অস্ত্রোপাচারে পৃথক হল তোফা ও তহুরা
সফল অস্ত্রোপাচারে পৃথক হল তোফা ও তহুরা

আরটিএমনিউ জ২৪ডটকম, নিউজ ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জের জোড়া লাগা শিশু তোফা ও তহুরাকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে।

দুপুরে অস্ত্রোপাচার শেষে মিডিয়াকে এ কথা জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক কাজল।

তবে অস্ত্রোপচারের পুরো কাজ এখনও শেষ হয়নি বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পৃথক করার প্রক্রিয়া শুরু করেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানিয়েছিলেন, অস্ত্রোপচারে ছয় ঘণ্টার মতো সময় লাগতে পারে।

সকাল ৯টার দিকে দুই শিশুকে অজ্ঞান করা হয়। ১০টার আগেই তাদের অস্ত্রোপচার শুরু হয়।

এই দুই শিশুর মাথা, হাত, পা, সবই আলাদা। কিন্তু দুজনের পায়ুপথ একটি। এই শারীরিক অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘পাইগোপেগাস’।

বাংলাদেশের ইতিহাসে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটাই প্রথম। সুত্রঃ যুগান্তর ।

Logo-orginal