, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

রোহিঙ্গা প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত

প্রকাশ: ২০১৭-০৯-২১ ১১:৫৯:২৪ || আপডেট: ২০১৭-০৯-২১ ১১:৫৯:২৪

Spread the love
রোহিঙ্গা প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত
রোহিঙ্গা প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত

মিয়ানমারের সঙ্গে ১ হাজার ৬৪৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তেই টহলদারি বাড়িয়েছে ভারত। ভারতীয় সামুদ্রিক সীমান্ত এলাকায় নজরদারির জন্য বিমান চালু করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আনাদলু এজেন্সি।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা যাতে সমুদ্রপথে ভারতে প্রবেশ করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারতীয় সরকার।

এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ভারত টুডে জানায়, রোহিঙ্গাদেরকে জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি বলে মনে করছে ভারত সরকার।

রোহিঙ্গা আইএসআই কিংবা আইএসআইএস এবং বিভিন্ন উগ্রবাদী গ্রুপের সঙ্গে জড়িত। যারা ভারতে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে পারে, এমনটা দাবি করছে ভারতীয় সরকার।

Logo-orginal