, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

রোহিঙ্গা সঙ্কট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান ট্রাম্পের

প্রকাশ: ২০১৭-০৯-২১ ১৪:৪৬:১৯ || আপডেট: ২০১৭-০৯-২১ ১৪:৪৬:১৯

Spread the love

 

রোহিঙ্গা সঙ্কট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান ট্রাম্পের
রোহিঙ্গা সঙ্কট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান ট্রাম্পের

ফাইল ছবি,

আরটিএমনিউজ২৪ডটকম, নিউজ ডেস্কঃ রোহিঙ্গা সঙ্কট নিরসনে দ্রুত এবং বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘের নিরাপত্ত পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।

বুধবার এ তথ্য জানিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি নিরাপত্তা পরিষদকে রোহিঙ্গা সংকটের সমাধানে বলিষ্ঠ ও দ্রুত পদক্ষেপ নিতে বলেছি। রোহিঙ্গাদের সহায়তা এবং তাদের আশা জাগাতে যা করা দরকার তার ব্যবস্থা করার কথাও বলেছি।

মাইক পেন্স আরো বলেন, সরকারি বাহিনীর ওপর হামলার কথা বলে রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভয়ংকর হামলা চালানো হচ্ছে এবং রোহিঙ্গাদের বাড়ি ছাড়া করা হচ্ছে।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ সামরিক বাহিনীর এক অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের সমালোচনা করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, সংস্থাটি এই নামের উপযুক্ত নয়। কারণ এতে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারী অনেক দেশকে স্বাগত জানানো হয়েছে।

Logo-orginal