, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

অধ্যাপক মংচিংনু চৌধুরীর শেষকৃত্য বুধবার পার্বত্য প্রতিমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

প্রকাশ: ২০১৭-১০-২৪ ১১:৫৬:১৪ || আপডেট: ২০১৭-১০-২৪ ১১:৫৬:১৪

Spread the love

অধ্যাপক মংচিংনু চৌধুরীর শেষকৃত্য বুধবার   পার্বত্য প্রতিমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক
অধ্যাপক মংচিংনু চৌধুরীর শেষকৃত্য বুধবার
পার্বত্য প্রতিমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক
মিজানুর রহমান,আরটিএমনিউজ২৪ডটকম
বান্দরবান: প্রয়াত অধ্যাপক মংচিংনু চৌধুরীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর বুধবার।
অধ্যাপক মংচিংনু চৌধুরীর মৃত্যুতে বান্দরবানে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। দুপুর দেড়টার দিকে মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাঁকে দেখতে উজানীপাড়াস্থ বাড়িতে ভিড় জমান অসংখ্য আত্মীয়-পরিজন, ছাত্রছাত্রীসহ বিভিন্ন মহলের মানুষ। দেখতে আসা বিভিন্ন মহলে শুধু এক্টাই কথা স্যার অনেক সাদা মনের মানুষ ছিলেন।খুব সাদাসিদে জীবন যাপন করতেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি এক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও শোক জানিয়েছেন বোমাং সার্কেল চীফ উ চ প্রু, পৌরসভার মেয়র মোঃ ইসলাম বেবী, জেলা বিএনপি’র সভানেত্রী মা ম্যা চিং, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।
প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, “প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর মৃত্যুতে বান্দরবান একজন গুণী ব্যক্তিকে হারালো। যে অভাব কখনোই পূরণ হবার নয়”। অধ্যাপক মংচিংনু চৌধুরী বান্দরবানের একজন সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি। তিনি দীর্ঘকাল সুনামের সাথে শিক্ষকতা করেছেন। একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হয়েও খুব সাদাসিধে জীবনযাপন করতেন তিনি।

অধ্যাপক মংচিংনু চৌধুরীর ছেলে ডা. ইমংপ্রু চৌধুরী জানান,২৫অক্টোবর রোজ বুধবার দুপুর ২টায় উজানী পাড়াস্থ বাড়ি থেকে তাঁর বাবার মরদেহ বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে নিয়ে যাওয়া হবে।সেখানে তার শেষকৃত্যনুস্টান সম্পন্ন হবে।

Logo-orginal