, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

অলরাউন্ডারের লড়াইয়ে সাকিবকে পিছনে ফেলে সেরা হাফিজ

প্রকাশ: ২০১৭-১০-২১ ০৮:২৩:১২ || আপডেট: ২০১৭-১০-২১ ০৮:২৩:১২

Spread the love

অলরাউন্ডারের লড়াইয়ে সাকিবকে পিছনে ফেলে সেরা হাফিজ
অলরাউন্ডারের লড়াইয়ে সাকিবকে পিছনে ফেলে সেরা হাফিজ
আরটিএমনিউজ২৪ডটকম, ক্রীড়া ডেস্কঃ ক্রিকেট বিশ্বে সেরা অলরাউন্ডারের লড়াইয়ে সাকিবকে পিছনে ফেলে নম্বর ওয়ান এখন পাক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ।

জুন মাসে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলছে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচে দল হিসেবে ভাল করতে পারেনি টাইগাররা। তিন সংস্করণেই বিশ্বসেরা অল–রাউন্ডার সাকিব আল হাসানও ছিলেন অনেকটা নিষ্প্রভ। সেই প্রভাবই পড়েছে আইসিসি ওয়ানডে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে। গতকাল শুক্রবার প্রকাশিত এই তালিকায় ওয়ানডে অল–রাউন্ডারের ১ নম্বর জায়গাটি সাকিবের কাছ থেকে কেড়ে নিয়েছেন পাকিস্তানি অল–রাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুই উইকেট নিয়ে বোলিংয়ে এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। আছেন ১৯ নম্বরে।

এছাড়া বোলারদের তালিকায় প্রথমবারের মতো এক নম্বরে উঠে এসেছেন পাকিস্তানি যুবা ফাস্ট বোলার হাসান আলি। আর বাংলাদেশের বিপক্ষে ১৭৬ রানের বিধ্বংসী ইনিংস এবি ডি ভিলিয়ার্সকে আবার ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে তুলে দিয়েছে। ডি ভিলিয়ার্স ক্যারিয়ারে ১৪তমবারের মতো বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের জায়গাটা নিয়েছেন নিজের করে। হাফিজের ক্যারিয়ারের শেষদিকে। তারপরও নবমবারের মতো বিশ্বসেরা অল রাউন্ডারের জায়গাটা পেয়ে গেলেন। যদিও পাকিস্তানের সাবেক অধিনায়কের বোলিং সংযুক্ত আরব আমিরাতে চলমান ওয়ানডে সিরিজে প্রশ্নের মুখে পড়েছে আবার। শ্রীলঙ্কার বিপক্ষে তার বোলিং একশন সন্দেহের মুখে পড়েছে। ওয়ানডেতে আপাতত শীর্ষ অলরাউন্ডারের জায়গা হারালেও টেস্ট এবং টি–টোয়েন্টির ১ নম্বর অল রাউন্ডারের জায়গাটা বাংলাদেশি সুপারস্টার সাকিবেরই আছে।

এদিকে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মুশফিকুর রহিম দুর্দান্ত খেলেছেন। সেটির প্রতিফলন আইসিসি র‌্যাঙ্কিংয়েও। ওয়ানডেতে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন মুশফিক।

Logo-orginal