, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

আবারো সৌদির কুরআন প্রতিযোগিতায় ১ম হলেন বাংলাদেশী হাফেজ মামুন

প্রকাশ: ২০১৭-১০-১২ ০৯:০১:০৩ || আপডেট: ২০১৭-১০-১২ ০৯:০১:০৩

Spread the love
আবারো সৌদির কুরআন প্রতিযোগিতায় ১ম হলেন বাংলাদেশী হাফেজ মামুন
আবারো সৌদির কুরআন প্রতিযোগিতায় ১ম হলেন বাংলাদেশী হাফেজ মামুন

নিজস্ব প্রতিবেদক,  আরটিএমনিউজ২৪ডটকম, সৌদি আরবঃ  আন্তর্জাতিক  কুরআন প্রতিযোগিতায় আবারো কৃতিত্ব বাংলাদেশী হাফেজ আবদুল্লাহ আল মামুনের।

সৌদি আরবে বাদশা আবদুল আজিজ আল সৌদ হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ মামুন ৩০ পারা গ্রুপে প্রথম হয়েছেন ।

৭৩ টি দেশের প্রতিযোগিকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেন বাংলাদেশী হাফেজ আবদুল্লাহ আল মামুন।

হাফেজ মামুন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারী নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল কোরআন মাদরাসার ছাত্র।

গত ৩ অক্টোবর সৌদিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অংশ নিতে উস্তাদ হাফেজ কারী নাজমুল হাসানের সঙ্গে সৌদি আরব যান আবদুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন আরেক প্রতিযোগী হাফেজ নাঈমুল হক ।

ইতোপূর্বেও সে দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে আবদুল্লাহ আল মামুন ।

হাফেজ মামুন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আবুল বাশারের ছেলে।
ইতিপূর্বে  মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত   ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করেছিলেন মামুন ।

উল্লেখ্য, হাফেজ আবদুল্লাহ আল মামুন ২০১৬ সালে আরব আমিরাতে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন ।

 

আন্তর্জাতিক অঙ্গনে কুরআনের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সম্মানিত করায় হাফেজ আব্দুল্লাহ আল-মামুনকে আরটিএম পরিবারের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ।

Logo-orginal