, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

নতুনগ্যাস ক্ষেত্রের সন্ধান মিলল ভোলায়

প্রকাশ: ২০১৭-১০-২৩ ১৬:২৮:৫০ || আপডেট: ২০১৭-১০-২৩ ১৬:৩১:১২

Spread the love

নতুনগ্যাস ক্ষেত্রের সন্ধান ভোলায়
নতুনগ্যাস ক্ষেত্রের সন্ধান ভোলায়

আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ ভোলায় শাজবাজপুরের কাছে নতুনগ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গ্যাসক্ষেত্রে প্রায় ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস আছে।

জ্বালানি ও খানিজসম্পদ বিভাগ মন্ত্রিসভাকে এ তথ্য জানানোর পর নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ ব্যাপারে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ভোলার শাহবাজপুরে আগের গ্যাসক্ষেত্রটির পাশেই এ গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। আগের কূপ ও নতুনটি মিলিয়ে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সংস্থান সেখানে আছে বলে ধারণা করা হচ্ছে। এটি দেশের জন্য একটি সুসংবাদ।

Logo-orginal