, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

বিপিএল নিয়ে বসা জুয়ার আসরে বাধা দেয়ার কারণে নাসিমকে খুন করা হয়”

প্রকাশ: ২০১৭-১১-১৫ ১৫:১৪:২০ || আপডেট: ২০১৭-১১-১৫ ১৫:১৪:২০

Spread the love

বিপিএল নিয়ে বসা জুয়ার আসরে বাধা দেয়ার কারণে নাসিমকে খুন করা হয়"
বিপিএল নিয়ে বসা জুয়ার আসরে বাধা দেয়ার কারণে নাসিমকে খুন করা হয়”
ছবি,নিহত নাসিম মদ্যপ অবস্থায় মারধর করার জেরে রাজধানীর মধ্য বাড্ডার বিশ্ববিদ্যালয়ছাত্র নাসিম আহমেদ ইমাদ উদ্দিনকে হত্যা করা হয়েছে। খবর দৈনিক যুগান্তরের।

ধরা পড়ার পর পুলিশের কাছে এ কথা স্বীকার করেছেন নাসিম হত্যা মামলার প্রধান আসামি আসিফ শিকদার (২১)।

মঙ্গলবার রাতে কুমিল্লা সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ পুলিশের কাছে নাসিমকে হত্যার বিবরণ তুলে ধরেন।

গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা জোন) আশরাফুল করিম যুগান্তরকে জানান, জিজ্ঞাসাবাদে আসিফ দাবি করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বসা জুয়ার আসরে বাধা দেয়ার কারণে নাসিমকে খুন করা হয়নি। বরং মারধরের প্রতিশোধ নিতে তাকে একাই খুন করেছেন আসিফ।

আশরাফুল জানান, আসিফের দাবি গত ৫ নভেম্বর রাতে মদ্যপ অবস্থায় নাসিম তাকে মারধর করেন।

পুলিশ কর্মকর্তা জানান, মার খাওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে সারা রাত ঘুমাতে পারেনি আসিফ। এ কারণে সকাল হতেই বাড্ডার পোস্ট অফিস গলিতে গিয়ে নাসিমকে ছুরিকাঘাত করেন তিনি।

নাসিম খুনের ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করেছেন তার বাবা আলী আহমেদ সাইফুদ্দীন।

ওই মামলায় দাবি করা হয়েছে, আসিফ ছাড়াও আবদুর রশিদ ও রমজানসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে নাসিম হত্যা করেছে।

Logo-orginal