, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

সাতকানিয়ার চরতি’তে গ্রাম আদালত সেবা সম্পর্কে র‌্যালী ও সেমিনার”

প্রকাশ: ২০১৭-১১-২০ ১৬:২১:০২ || আপডেট: ২০১৭-১১-২০ ১৬:২১:০২

Spread the love

সাতকানিয়ার চরতি'তে  গ্রাম আদালত সেবা সম্পর্কে  র‌্যালী ও সেমিনার"
সাতকানিয়ার চরতি’তে গ্রাম আদালত সেবা সম্পর্কে র‌্যালী ও সেমিনার”

মোঃ ইকবাল হোসেন, আরটিএমনিউজ২৪ডটকম, সাতকানিয়াঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া থানার ১নং চরতি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা.মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে ২০ নবেম্বর রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকার সময় সাতকানিয়া থানাধীন ১নং চরতী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিমূলক র্যালি, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত র‌্যালী ও সেমিনার এর শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালত ও তার কর্মপরিধি সম্পর্কে উপস্থিত জনসাধারনকে সম্যক ধারণা প্রদান করেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসেন।
IMG_20171120_151227

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন,বিশেষ অতিথি হিসাবে সাতকানিয়া থানার এসআই মোঃ জাহিদুল ইসলাম, পিএসআই মশিউর রহমান, পিএসআই নিপ্পন চন্দ্রসহ প্রমুখ এবং আলোচনা সভায় ১নং চরতী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণরা উপস্থিত ছিলেন।

Logo-orginal